সারা ভারতজুড়ে পালিত হল রাখিবন্ধন

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত ৩১শে আগস্ট মহারাষ্ট্রের নাগপুরে আরএসএস সদর দফতরে রাখিবন্ধন পালন করলেন।

এখানে স্বয়ংসেবকরা একে অপরের হাতে রাখি বেঁধে দেন ও কপালে তিলক লাগান।
এছাড়াও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও গুয়াহাটির দিসপুরে এইচসিএমের বাসভবনের গার্ডেন পার্কে রাখিবন্ধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

আগেরদিন অর্থাৎ ৩০শে আগস্ট নয়াদিল্লির একটি স্কুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাখি বেঁধেছিল সেই স্কুলের ছাত্রছাত্রীরা।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও গতকাল মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গলা যোজনার তরুণ সুবিধাভোগীদের সঙ্গে রাখিবন্ধন উদযাপন করেছেন।

জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় স্কুলছাত্রীরা CRPF জওয়ানদের রাখি বেঁধেছে।

ভারতে প্রতি বছর, ভাই ও বোনের মধ্যে অটুট বন্ধন উদযাপনের জন্য রাখি বন্ধনের উৎসব পালন করা হয়। এই বছরও তার ব্যতিক্রম হয়নি।

এই বছর রাখিবন্ধন ৩০শে আগস্ট রাতে শুরু হয়েছিল এবং ৩১ তারিখ শেষ হয়। তাই অনেক জায়গায় এটা রাতের বেলা পালিত হয়েছিল।

শ্রাবণ মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথি নামেও পরিচিত এই তিথিতে রাখি বন্ধন পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.