সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর প্রধানমন্ত্রী তাঁর মতামত জ্ঞাপন করলেন। মহামান্য সুপ্রিম কোর্টের রায় উপলক্ষে তিনি জানান, “সুপ্রিম কোর্ট আজ এমন এক নির্দেশ দিয়েছে যার পেছনে এক দীর্ঘকালীন ইতিহাস জড়িয়ে রয়েছে। এতদিনের নির্নয়প্রক্রিয়ার আজ সমাপন হয়েছে। পুরো পৃথিবী মানে যে ভারত একটি গনতান্ত্রিক দেশ। আজ মানুষ বুঝতে পেরেছে যে এই গণতন্ত্র কতখানি জীবন্ত এবং মজবুত। সুপ্রিম কোর্ট সকলের মতামত শুনে সকলের সম্মতি সহকারে ফলাফল প্রদান করেন।
আজ ৯ নভেম্বর অযোধ্যা মামলার এই রায় সকলের একসাথে বেঁচে থাকার ঘোষণা। এই বিষয়কে নিয়ে কখনো কারোর মনে কোনো কটূতা থাকলে তা আজ বিসর্জন দেয়ার দিন। এই ভারতে ভয়, কটূতার কোনো স্থান নেই। আসুন আমরা নতুন ভাবে সব কিছু শুরু করি।। আমরা সকলকে সাথে নিয়ে সকলের বিশ্বাস নিয়ে আগে এগিয়ে যাব। দেশের ন্যায়ের প্রক্রিয়া পালন করা, নিয়ম কানুনের সম্মান করা এই সকল দায়িত্ব আজ অনেক বেশি বেড়ে গেল। আমাদের এই দায়িত্ব পালন করা আমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনিবার্য। আমাদের একতা, শান্তি, শ্রদ্ধা দেশের বিকাশের জন্য খুবই জরুরী। ভবিষ্যতের ভারতের জন্য আমাদের কাজ করতে হবে। সকল ভারতীয়কে একসাথে মিলে পথ চলতে হবে। আজকের এই মহৎ দিনকে স্মরণ করে আগে এগিয়ে চলতে হবে। তবেই ভারত সুন্দর ও সফল হবে।”