শীঘ্রই দেওয়া হবে করোনার ভ্যাকসিন, কত পড়বে একটি ডোজের দাম?

নববর্ষের শুরুতেই করোনার টিকা কোভিশিল্ডে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রোজেনেকার এই টিকা ভারতে তৈরি করছে সেরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই)৷ কেন্দ্রের অনুমোদন মিলতেই দেশবাসীর মনে নতুন করে আশার আলো জেগেছে৷ কিন্তু কত হবে কোভিড টিকার দাম? এসআইআই সূত্রে জানা গিয়েছে, একটি কোভিড ডোজের দাম পড়বে ২০০ টাকা৷

জানা গিয়েছে, ‘‘কোরনা ডোজের দাম নির্দিষ্ট ছিল৷ প্রতিটি ডোজের দাম ২০০ টাকা ধার্য করা হয়েছে৷’’ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে ইতিমধ্যেই পারচেজ অর্ডার মিলেছে৷ প্রাথমিকভাবে ১১ মিলিয়ন ডোজ সরবরাহ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ পরে তা আরও বাড়ানো হবে৷ জানা গিয়েছে, সরকারের তরফে ফাইনাল পেপার ওয়ার্কের জন্য কিছুটা সময় লেগেছে৷ তবে এখন সমস্ত কাজ মিটে গিয়েছে৷

সোমবার জাতীর উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘‘আগামী ১৬ ডিসেম্বর থেকে সারা দেশজুড়ে শুরু হচ্ছে টিকাকরণ কর্মসূচি৷ সবার আগে টিকা দেওয়া হবে কোভিড যোদ্ধাদের৷’’ টিকা তৈরি হওয়ার পর সবার আগে দেশের জনগণকে দেওয়া হবে৷ পরবর্তী ধাপে তা পৌঁছে দেওয়া হবে বিদেশে৷

গত ২ জানুয়ারি জরুরি ভিত্তিতে সেন্টার ড্রাগস অ্যান্ড স্ট্যান্ডার্ড কমিটি (সিডিএসসিও) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিকা কোভিশিল্ডে ছাড়পত্র দেয়৷ সেই মতোই সবার আগে এই টিকা দেওয়া হবে দেশের সমস্ত স্বাস্থ্যকর্মীদের৷ সেরাম ইন্সটিটিউটের প্রধান আদার পুনেওয়ালা জানিয়েছেন ভারতের বেসরকারি বাজারে তাঁদের তৈরি টিকার দাম পড়বে এক হাজার টাকা৷ এর মধ্যে সরকারের খরচ পড়বে ২৫০ টাকা৷ প্রথম দফায় অগ্রাধিকারের তালিকায় রয়েছে ৩০ কোটি মানুষ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.