প্রজাতন্ত্র দিবসের মতো পবিত্র দিবসের অপমান দুর্ভাগ্যজনক, লালকেল্লার ঘটনায় নিন্দা রাষ্ট্রপতির

আজ সংসদে শুরু হয়েছে বাজেট অধিবেশন। প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের ভাষণের মাধ্যমে এই অধিবেশন শুরু হয়। রাষ্ট্রপতি তাঁর ভাষণে, প্রজাতন্ত্র দিবসে রাজধানী দিল্লিতে ঘটা ঘটনা এবং লালকেল্লার ঘটনার নিন্দা করেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, আগের দিন হওয়া তেরঙ্গার অপমান দুর্ভাগ্যজনক।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর ভাষণে বলেন, “তেরঙ্গা ও প্রজাতন্ত্র দিবসের মতো পবিত্র দিবসকে অপমান করা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সংবিধান আমাদের মত প্রকাশের স্বাধীনতার অধিকার দেয়, একই সংবিধান আমাদের আইন ও নিয়মকে সমানভাবে গুরুত্ব সহকারে পালন করা উচিৎ।”

উল্লেখ্য, ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর মিছিল করতে গিয়ে কার্যত লালকেল্লার দখল নিয়ে নেন কৃষকদের একাংশ। এই পরিস্থিতিতে গোটা দেশজুড়েই সমালোচনার ঝড় উঠেছে। ইতিমধ্যে কৃষকদের বিক্ষোভ থেকে সরে গিয়েছে রাষ্ট্রীয় কিষান মজদুর সংগঠন ও ভারতীয় কিষান ইউনিয়ন (ভানু) সহ মোট চারটি সংগঠন।

কৃষকদের ট্র্যাক্টর প্যারেডের অনুমতি দিয়ে রুট নির্ধারণ করে দিয়েছিল দিল্লি পুলিশ। কিন্তু আন্দোলনকারীরা সে সব মানেননি। সীমান্ত পেরিয়ে দিল্লির বিভিন্ন রাস্তায় ঢুকে পড়ে বিদ্রোহী কৃষকরা। দুর্বার গতিতে তা দিল্লির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে৷ তাঁদের পথ আটকাতে দিল্লির নয়ডা মোড়, আইটিও মোড়, এসবিটি এলাকায় খণ্ডযুদ্ধ বাধে দুই পক্ষের৷ কিন্তু কোনও ভাবেই তাঁদের থামনানো যায়নি৷

দিল্লি জুড়ে অরাজকতা চালানোর দায়ে অভিযুক্ত অন্তত ২০০ জনকে আটক করেছে দিল্লি পুলিশ। এছাড়াও ২২টি মামলা দায়ের হয়েছে। জানা গিয়েছে সেসব মামলায় ৩০০ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সরকারি সম্পত্তি নষ্ট, দিল্লি পুলিশের উপর হামলা সহ একাধিক অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। এদিকে ইতিমধ্যেই অভিযুক্তদের ধরতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

এই আবহে ১ ফেব্রুয়ারি সংসদ অভিযান বাতিল ঘোষণা করেছেন স্বরাজ ইন্ডিয়ার প্রধান যোগেন্দ্র যাদব। ইতিমধ্যেই প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় অশান্তি নিয়ে তিনি নিন্দা করেছেন। তাঁর কথায়, ‘‘মাথা হেঁট হয়ে যাচ্ছে। কিষাণ মোর্চার তরফে গোটা দেশের কাছে ক্ষমা চাইছি। আগামী ১ ফেব্রুয়ারি সংসদ অভিযান বন্ধ রাখা হচ্ছে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.