সিআরপিএফ “ভ্যালর ডে” উপলক্ষে পুলওয়ামায় নিহত জওয়ানদের রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

আজ ৯ই এপ্রিল সিআরপিএফ “ভ্যালর ডে” উপলক্ষে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শ্রদ্ধা নিবেদন করলেন জাতীয় পুলিশ স্মৃতিসৌধে। ১৪ই ফেব্রুয়ারিতে পুলওয়ামার সন্ত্রাসী হামলায় নিহত ৪০ জন সিআরপিএফ জওয়ান সহ কর্তব্যরত অবস্থায় নিহত জওয়ানদের পরিবারের সদস্যদের হাতে পদক তুলে দেন রাষ্ট্রপতি।

১৯৬৫ সালের ৯ই এপ্রিল সিআরপিএফ-এর দ্বিতীয় ব্যটেলিয়ানের একটি ছোট দল, গুজরাটের কচ্ছ অঞ্চলের সরদার পোস্টে পাকিস্তানি ব্রিগেডের আক্রমণকে সফলভাবে পরাজিত করেছিল। সেদিনের যুদ্ধে ৩৪জন পাকিস্তানি সৈন্যকে খতম করে ৪ জনকে জীবিত অবস্থায় বন্দী করে সিআরপিএফ দলটি। সামরিক যুদ্ধের ইতিহাসে কখনো কিছু সংখ্যক পুলিশ এভাবে একটি পূর্ণাঙ্গ পদাতিক ব্রিগেডকে যুদ্ধ করে পরাজিত করেছে একটি বিরল ঘটনা। সেদিনের সংঘাতে ছয় বীর সিআরপিএফ শহীদ হন। বাহিনীর সাহসী যোদ্ধাদের গৌরবের প্রতি শ্রদ্ধা হিসাবে দিনটি “ভ্যালর ডে” হিসাবে পালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.