যত বড়ই বাধা আসুক না কেন, আমরাও ঝুঁকব না দেশও ঝুঁকবে না … সংসদে রাষ্ট্রপতির মন ছুঁয়ে যাওয়া ভাষণ

সংসদের বাজেট অধিবেশনে যে হাঙ্গামা হবে, সেটার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছে। বিরোধী দলগুলো তিনটি নতুন কৃষি আইনের বিরুদ্ধে সরকারকে ঘিরে ফেলার রণনীতি নিয়েছে। বাজেট অধিবেশনের শুভারম্ভ শুক্রবার সংসদের দুটি সদনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণ দিয়ে শুরু হয়েছে আর ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করা হবে। শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ২০২০-২১ এর আর্থিক সমীক্ষা পেশ করবেন।

সংসদে ঢোকার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিডিয়াকে বলেন, আজ এটাই প্রথম অধিবেশন যা ভারতের উজ্জ্বল ভবিষ্যৎ নির্ধারণ করবে। আরেকদিকে, কংগ্রেস সমেত ১৬ টি বিরোধী দল নতুন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন করা কৃষকদের প্রতি একতা দেখিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণ বহিস্কার করার সিদ্ধান্ত নিয়েছে।

বিরোধী দলের নেতারা বলেন, কংগ্রেস, NCP, ন্যাশানাল কনফারেন্সে, DMK, তৃণমূল কংগ্রেস, শিবসেনা, সমাজবাদী পার্টি, রাষ্ট্রীয় জনতা দল, CPIM, IUML, RSP, PDP, MDMK, কেরল কংগ্রেস আর AIUDF সংযুক্ত রুপে রাষ্ট্রপতির ভাষণ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে।

রাষ্ট্রপতি আজ নিজের ভাষণে বলেন, ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে ৮ মাস পর্যন্ত ৮০ কোটি মানুষকে ৫ কেজি প্রতিমাসে বিনামূল্যে রেশন দেওয়া হয়েছে। সরকার পরিযায়ী শ্রমিক, মজদুর আর নিজের বাড়ি থেকে দূরে থাকা মানুষের চিন্তা করে।

রাষ্ট্রপতি বলেন, আমাদের জন্য গর্বের বিষয় হল ভারত এখন গোটা বিশ্বের সবথেকে বড় টিকাকরণ অভিযান চালাচ্ছে। ভারতে যেই ভ্যাকসিন দেওয়া হচ্ছে, সেগুলো ভারতেই তৈরি। সঙ্কটের সময় ভারত মানবতার প্রতি নিজের দায়িত্ব পালন করে অনেক দেশকে ভ্যাকসিন পৌঁছে দিয়েছে।

রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্র দিবসের মতো পবিত্র দিনে যেভাবে তিরঙ্গার অপমান হয়েছে সেটা খুবই দুর্ভাগ্যজনক। যেই সংবিধান আমাদের অভিব্যক্তির স্বাধিনতা দেয়, সেই সংবিধান আমাদের এটাও শেখায় যে আইন আর নিয়মের পালন করা কতটা জরুরী। রাষ্ট্রপতি বলেন, চ্যালেঞ্জ যতই বড় হোক না কেন, না আমরা থামব আর না ভারত থামবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.