দেশের জন্য প্রাণ দিয়েছেন ওঁনারা৷ পুলওয়ামা হামলায় দেশ হারিয়েছে ৪০ জন বীর সন্তানকে৷ সেই আত্মত্যাগ স্মরণ করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ চালু করলেন সিআরপিএফ বীর পরিবার মোবাইল অ্যাপ৷ এই অ্যাপের মাধ্যমে শহিদদের পরিবারের পাশে দাঁড়ানো যাবে, তাঁদের সাহায্য করা যাবে৷

মঙ্গলবার সিআরপিএফ ভেলর ডে পালিত হয়৷ সেখানে ৪০ জন বীর শহিদের পরিবারের হাতে স্মারক তুলে দেওয়া হয়৷ এই ৪০ জন পুলওয়ামা হামলায় শহিদ হয়েছিলেন৷ এই অ্যাপের মাধ্যমে ওই শহিদদের পরিবারকে কে কত আর্থিক সাহায্য দিতে পারবেন, তার বিস্তারিত বিবরণ থাকবে৷

এছাড়াও ওই পরিবারগুলি আর কি কি সুবিধা পেতে পারেন, তার তথ্যও দেওয়া রয়েছে অ্যাপে৷ নয়াদিল্লির চাণক্যপুরির এই পুলিশ মেমোরিয়ালে প্রথমবার গেলেন রাষ্ট্রপতি কোবিন্দ৷ তাঁকে ন্যাশনাল স্যালুট দেওয়া হয়৷ এরই সঙ্গে সেন্ট্রাল আর্মড ফোর্সের পক্ষ থেকে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়৷

গতবছর ২১ শে অক্টোবর এই ন্যাশনাল পুলিশ মেমোরিয়ালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এখানে ৩০ ফুট উঁচু একটি মূর্তি স্থাপন করা হয়েছে৷ ২০১৭ সালে বলিউড অভিনেতা অক্ষয় কুমার একটি অ্যাপ চালু করেছিলেন, যার নাম দেওয়া হয়েছিল ভারত কে বীর৷ সেখানে শহিদদের পরিবারকে সাহায্য করার সুবিধা দেওয়া হয়৷ এই অ্যাপটি উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.