রাজ্যে শিক্ষক নিয়োগের মামলাকে ঘিরে চলছে সিবিআই তদন্ত। অন্যদিকে কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তিনি শিক্ষক নিয়োগ মামলার শেষ দেখে ছাড়বেন। এমন পরিস্থিতির মধ্যেই রাজ্য সরকার ফের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করতে চলেছে। প্রসঙ্গত, বহুদিন ধরেই স্কুল নিয়োগের পরীক্ষা হয়নি।
সরকারি স্কুলগুলিতে পড়ুয়াদের ভবিষ্যৎ ক্রমশ অন্ধকারের দিকে যাচ্ছে। এমন অবস্থায় রাজ্য সরকার নতুন করে শিক্ষক নিয়োগ করতে চায় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে। শেষ শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হয়েছিল ২০১৬ সালে। তবে ২০১৫ সালের পর থেকে সরকারি স্কুলের শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। রাজ্যে ক্রমশ কমে যাচ্ছে শিক্ষক ও শিক্ষাকর্মীর সংখ্যা সরকারি স্কুলগুলিতে। সেই কারণেই রাজ্য সরকার সরকারি স্কুলে বিভিন্ন পদে নিয়োগ করতে চলেছে নতুন করে শিক্ষক।
একদিকে চলছে এসএসসি নিয়োগ নিয়ে বিতর্ক। জানা গিয়েছে, ভুয়ো নিয়োগ সংক্রান্ত সমস্ত প্রার্থীদের চাকরি বাতিল করা হবে। পাশাপাশি, যোগ্য চাকরিপ্রার্থীদের নতুন করে চাকরিতে নিয়োগ করার প্রক্রিয়া শুরু হতে চলেছে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নির্দেশে এই প্রক্রিয়া আগামী দিনে শুরু হচ্ছে।
2022-04-25