হায়দরাবাদে গণধর্ষিতা ও মৃতা পশুচিকিৎসকের বাবা বললেন, এবার হয়তো আমার মেয়ের আত্মা শান্তি পেল। প্রসঙ্গত, শুক্রবার কাকভোরে পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয়েছে হায়দরাবাদ গণধর্ষণ কান্ডের ৪ অভিযুক্তর। এই ঘটনা জানার পরেই এমন প্রতিক্রিয়া দিলেন তরুণী পশু চিকিৎসকের বাবা। উল্লেখ্য, দেশ উত্তাল হয়ে উঠেছিল হায়দরাবাদের ঘটনায়। চাপে ছিল তেলেঙ্গানা সরকারও। তারপরেই এই এনকাউন্টারের ঘটনা!
প্রসঙ্গত, যেখানে নিগৃহীতার গায়ে পেট্রল ঢেলে তাঁকে পুড়িয়ে মারা হয়েছিল, সেখানে ঘটনার পূনর্নির্মাণের জন্য শুক্রবার ভোররাতে নিয়ে যাওয়া হয়েছিল ওই ৪ অভিযুক্ত মহম্মদ আরিফ, নবীন, চিন্তাকুন্তা কেশাবুলু ও শিবাকে। তেলেঙ্গানা পুলিশ জানায়, ঘটনা পূনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করে অভিযুক্তরা। বাধ্য হয়ে এনকাউন্টার করে পুলিশ। পুলিশের গুলিতেই মৃত্যু হয় চার অভিযুক্তের।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই মৃত পশু চিকিৎসকের বাবা বললেন, “আমি পুলিশ এবং সরকারকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবার হয়তো আমার মেয়ের আত্মা শান্তি পেল।”