রাফাল বিতর্ক থেকে ন্যায় প্রকল্প, Agenda India এর মঞ্চে নির্মলা সীতারমণের বক্তব্যের মূল ১০টি বিষয়

১০ দিন পরেই সপ্তদশ লোকসভা নির্বাচন। প্রস্তুতি নিচ্ছে গোটা দেশ । এই আবহে জাতীয় রাজনীতির মূল আলোচ্য বিষয় নিয়ে Agenda India অনুষ্ঠানের আয়োজন করেছিল News18Network। একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত প্রকাশ করেছেন। উপস্থিত ছিলেন নির্মলা সীতারমণও । দেশের বীর শহিদদের পরিবারদের বিশেষভাবে সম্মানিত করেন তিনি। জেনে নিন তাঁর বক্তব্যের কিছু গুরুত্বপূর্ণ অংশ।

১. প্রতিরক্ষামন্ত্রীর পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ,এক্ষেত্রে নারী-পুরুষে কোনও বিভেদ নেই। মহিলারা যেকোনও মন্ত্রক সামলাতে পারেন। পুরুষরাও নারীকল্যাণ মন্ত্রক সামলাতে পারেন।

২. বিজেপির কাছে দেশের নিরাপত্তা সবার আগে,বিমানহানার কৃতিত্ব বিজেপি নিচ্ছে না।

৩. এই অসমসাহসী বীর জওয়ানদের পেয়ে আমরা অত্যন্ত গর্বিত। তাঁদের পরিবারের অবদানও অনস্বীকার্য ।

৪. পাকিস্তানে সন্ত্রাসবাদী কার্যকলাপ হচ্ছে,পাকিস্তান সন্ত্রাসে মদত দিয়ে এসেছে।পাকিস্তান আন্তর্জাতিক সম্পর্ক ভেঙেছে।

৫. অসংগঠিত ক্ষেত্রে কর্মসংস্থান হয়েছে,অসংগঠিত ক্ষেত্রে কাজের তথ্য নেই।তার মানে এই নয়, কর্মসংস্থান হয়নি।

৬. রাফাল নিয়ে কোনও দুর্নীতি হয়নি,তাই রাফাল নিয়ে কোনও আলোচনা হচ্ছে না। তাই চৌকিদার নিয়ে আলোচনা হচ্ছে,প্রত্যেক ভারতীয়ই চৌকিদার।

৭. কংগ্রেসের নীতি দারিদ্র্য দূরীকরণ হবে না,মোদি জমানায় গরিবরা সরাসরি সুবিধা পেয়েছেন।

৮. কৃষকদের জন্য প্রচুর নতুন প্রকল্প হয়েছে,মাসে ৬ হাজার টাকার থেকে তা অনেক বেশি,ন্যায় প্রকল্প নিয়ে মন্তব্য সীতারমণের। ন্যায় প্রকল্পের কোনও ভিত্তি নেই।

৯. রাহুল গান্ধি দু’টি আসনে লড়তেই পারেন,তাহলে মোদিকে নিয়ে বিতর্ক কেন?’

১০. রাফাল নিয়ে কোনও দুর্নীতি হয়নি,তাই রাফাল নিয়ে কোনও আলোচনা হচ্ছে না| চৌকিদার নিয়ে আলোচনা হচ্ছে কারণ প্রত্যেক ভারতীয়ই চৌকিদার। আমরা দেশের সম্পদ লুঠ হতে দেব না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.