নির্ভয়া গণধর্ষণ মামলায় দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় সরকার| সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের আবেদন, নির্ভয়া মামলায় ৪ জন দণ্ডিতের ফাঁসির সাজা স্থগিত থাকার কারণে, অপরাধীদের ফাঁসি দেওয়া যাচ্ছে না| কেন্দ্রীয় সরকারের আবেদন গৃহীত হয়েছে সুপ্রিম কোর্টে| শুক্রবার, ৭ ফেব্রুয়ারি শীর্ষ আদালতে শুনানি হবে|
এর আগে ৫ ফেব্রুয়ারি, বুধবার দিল্লি হাইকোর্ট জানিয়েছিল, চার অপরাধীকে একসঙ্গেই ফাঁসি দিতে হবে| কিন্তু, কেন্দ্রীয় সরকার আবেদন জানিয়েছিল, যার সমস্ত আবেদন খারিজ হয়ে গিয়েছে, তার ফাঁসি বাকিদের জন্য কেন ঝুলে থাকবে|যদিও, দিল্লি হাইকোর্ট স্পষ্টতই জানিয়ে দেয়, চার অপরাধীকে একসঙ্গেই ফাঁসি দিতে হবে| সেই সঙ্গে দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, ফাঁসির সাজা এড়ানোর যে সব আইনি পথ খোলা রয়েছে, চার অপরাধীকে আগামী এক সপ্তাহের মধ্যে তা কাজে লাগিয়ে ফেলতে হবে|
উল্লেখ্য, নির্ভয়া গণধর্ষণ মামলায় চার অপরাধীর ফাঁসির জন্য ১ ফেব্রুয়ারি দিনটি নির্ধারিত হয়েছিল| কিন্তু, চার অপরাধীর মধ্যে দু’জনের প্রাণভিক্ষার আবেদনে তখনও সিদ্ধান্ত হয়নি| তাই দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট ফাঁসিক নির্দেশ স্থগিত করে দেয়| সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় সরকার|
2020-02-06