নেটিজেন লিখেছেন, “আমি তোমাকে উপাচার্য করে দিচ্ছি, তুমি আমাকে ডি লিট দাও” কথা টি কে কাকে বলেছিলেন ???

সদ্য প্রাক্তন রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র- রাজ্য তরজা চলছে। এর মধ্যেই উঠে আসলো চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, আলাপনবাবুর স্ত্রী সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় (Sonali Chakraborty Banerjee) একজন বিশিষ্ট শিক্ষাবিদ। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (Vice-Chancellor of Calcutta University) থাকাকালীন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিলিট প্রদান করা হয়। তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, আলাপন ইস্যুতে কেন্দ্র-রাজ্য সংঘাতের মধ্যে নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিলিট পাওয়া অন্যতম বিতর্কিত বিষয়। ২০১৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন আলাপনবাবুর স্ত্রী সোনালী। তখনই সমাজসেবামূলক কাজ এবং সাহিত্যকর্মের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিলিট প্রদান করা হয়।

মমতা ডি.লিট দেওয়ার পরে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। পাশাপাশি, রেজিস্টার পদ থেকে সোনালীর উপাচার্য পদে আসা নিয়েও ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। যা নিয়ে তখন একটি মামলা করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। বর্তমানে আলাপন ইস্যুতে এসব নিয়ে বিতর্ক তুঙ্গে।

মমতাকে ডিলিট দেওয়ার ঘটনাকে ‘অদ্ভুত’ বলে মন্তব্য করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ মমতার ডিলিট পাওয়া নিয়ে বলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়েছে এমন একজনকে যিনি কোনওদিন কলেজে পড়াননি। তারই প্রতিদানস্বরূপ তিনি মুখ্যমন্ত্রীকে ডিলিট প্রদান করলেন।

আলাপন এই বিষয়টি আবার সামনে উঠে এসেছে। সোশ্যাল মিডিয়ায় চলছে তীব্র কটাক্ষ। একজন নেটিজেন লিখেছেন, “আমি তোমাকে উপাচার্য করে দিচ্ছি, তুমি আমাকে ডি লিট দাও” কথা টি কে কাকে বলেছিলেন ??? (GK)”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.