সমাজের নৃশংসতা এবার যেন নিজেই ডেকে হেঁকে প্রচার করছে। আর সম্প্রতি যেন ধর্ষণ ও শ্লীলতাহানির খবর আরও বেশি মাথা চাড়া দিয়ে উঠেছে। এমনই এক ঘটনা ঘটেছে জলপাইগুড়িতে। অভিযোগ অনুযায়ী, এক নাবালিকাকে ধর্ষণে চেষ্টা করা হয় এবং একইসঙ্গে তাঁকে খুনের হুমকিও দেওয়া হয়। এই অবস্থায় বর্তমান পরিস্থিতি আর সহ্য করতে না পেরে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে নাবালিকা। জানা গেছে, নির্যাতিতা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটে ২৮শে ফেব্রুয়ারি তারিখে জলপাইগুড়ির ময়নাগুড়ি ধর্মপুর এলাকায়। ঘটনার দিন নাবালিকা ফাঁকা বাড়িতে ছিল। এই অবস্থায় এক যুবক তাঁর গোপনাঙ্গে হাত দেয় ও জামা কাপড়ও ছিঁড়ে দেয় তথা ধর্ষণ করার চেষ্টা করে। এইসবেরই মাঝে নাবালিকা চিৎকার করার কারণে যুবক অবশেষে পালিয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নাবালিকার পরিবার থানায় লিখিত অভিযোগও দায়ের করে। যদিও, সেই সময়ে অভিযুক্ত এলাকা থেকে পালিয়ে যায়।
তবে, এই ঘটনার শেষ এখানেই হয়নি। অভিযোগ অনুযায়ী, চলতি সপ্তাহে বুধবারে দুই যুবক আবার নাবালিকার বাড়িতে এসে এবং মামলা তুলে নিতে বলে। বলা হয় যে, নাবালিকা যদি মামলা প্রত্যাহার না করে, তাহলে তাঁর বাড়ির সদস্যদের খুন করা হবে। প্রথমে বাড়ির সদস্যদের না বলার সিদ্ধান্ত নিলেও অবশেষে বৃহস্পতিবারে সকালে সে তাঁর পরিবারকে পুরোটা জানায় এবং দুপুরের দিকে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। পরিবারের চোখে পড়তেই প্রথমে তাঁকে প্রথমে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ও পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়।
2022-04-16