#Article370: ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জ্জীর স্বপ্ন সফল হল, ট্যুইট মুকুল-লকেটের

অবশেষে কাশ্মীর ভারতের৷ কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পরেই অভিনন্দনের বন্যা৷ বঙ্গ বিজেপির তরফ থেকেও একের পর এক ট্যুইট করা হয়েছে৷ ট্যুইট করেছেন বিজেপি নেতা মুকুল রায় ও বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়৷ পরে ট্যুইট করেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়৷

তবে প্রত্যেক বিজেপি নেতা নেত্রীর বক্তব্যেই উঠে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি অভিনন্দন বার্তা৷ তবে আরও একটি প্রসঙ্গ উঠে এসেছে তাঁদের বার্তায়৷ মুকুল রায়ের মতে, সোমবার ভারতের ইতিহাসে ঐতিহাসিক দিন৷ একজন ভারতীয় হিসেবে সর্বোপরি একজন বাঙালি হিসেবে গর্ব বোধ করছি৷ ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন সফল হল এতদিনে৷

সোমবার বেলা বারোটা নাগাদ ট্যুইট করেন বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জ্জী৷ তিনি লেখেন আজ ঐতিহাসিক দিন৷ প্রত্যেক ভারতবাসীর স্বপ্ন সফল করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহজীকে ধন্যবাদ৷ এদিন ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জ্জীর স্বপ্ন সফল হল৷ লকেট বলেন জাহা হুয়ে বলিদান মুখার্জ্জী, ওহ কাশ্মীর হামারা হ্যান৷

এদিন ট্যুইট করেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ও৷ তিনিও তুলে ধরেন ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জ্জীর আত্মবলিদানের কথা৷ লকেটের সুরেই তিনি বলেন জাহা হুয়ে বলিদান মুখার্জ্জী, ওহ কাশ্মীর হামারা হ্যান৷

উল্লেখ্য, জম্মু কাশ্মীরের ৩৭০ ধারা নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর সঙ্গে মতবিরোধ হয় ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জ্জীর৷ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন শ্যামাপ্রসাদ মুখার্জ্জী৷ তাঁর মত ছিল এক প্রজাতন্ত্রের মধ্যে আরেক প্রজাতন্ত্র থাকতে পারে না৷ সেই মতের সঙ্গে সহমত হননি তৎকালীন প্রধানমন্ত্রী নেহেরু৷ পরবর্তীতে শ্যামাপ্রসাদ দক্ষিণপন্থী প্রজা পরিষদ গঠন করেন৷ তাঁর দাবি নিয়ে আন্দোলন শুরু করেন তিনি৷

১৯৫৩ সালের ১১ই মে অনুমতি ছাড়া কাশ্মীরে প্রবেশ করতে গিয়ে লাখেনপুরে গ্রেফতার করা হয় শ্যামাপ্রসাদকে৷ তাঁকে জেলবন্দী করা হয়৷ ২৩শে জুন শ্রীনগরের জেলে তাঁর মৃত্যু হয়৷ তখনই অভিযোগ উঠেছিল এই মৃত্যু স্বাভাবিক নয়৷ আজীবন শ্যামাপ্রসাদ ভারত বিভাজনের বিরোধী ছিলেন৷ ১৯৪১ সালের ১১ই ফেব্রুয়ারি তিনি বলেছিলেন মুসলিমরা যদি ভারতের খণ্ড চায়, তাহলে ভারতের প্রতি প্রান্তের মুসলিমের উচিত নিজের পরিবার নিয়ে খণ্ডিত অংশে চলে যাওয়া৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.