বিজেপি সাংসদ রাজ্যবর্ধন সিং রাঠোরের ছেলের তিনটি স্বর্ণ পদক সহ চারটি পদক জয়

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সাংসদ রাজ্যবর্ধন সিং রাঠোর (Rajyavardhan Singh Rathore) এর ছেলে মানবাদিত্য সিং রাঠোর (Manvaditya Singh Rathore) শুটিং এ বাবার মতই নাম হাসিল করতে চলেছে। এবার সে শুটিং এ সোনা জিতে বাবার নাম উজ্জ্বল করল।

মানবাদিত্য সিং রাঠোর

মানবাদিত্য সিং রাঠোর ১৮ তম রাজস্থান স্টেট ওপেন শুটিং চ্যাম্পিয়নশিপে আলাদা আলাদা বিভাগে ৩ টি গোল্ড মেডেল সমেত চারটি পদক হাসিল করে নেয়। মানবাদিত্য সিং রাঠোর ট্রাপ জুনিয়র, ডবল ট্রাপ সিনিয়র আর জুনিয়র গোল্ড মেডেল জয় করেছে। আরেকদিকে সিনিয়র ট্রাপে স্বর্ণ জয়ী অধিরাজ সিং রাঠোর এর সমানে থাকলেও কাউন্টব্যাক নিয়ম অনুযায়ী সে রুপোর পদক পায়। এই প্রতিযোগিতা জয়পুরের জগতপুরে শুটিং রেঞ্জে আয়োজিত হয়েছিল।

রাজ্যবর্ধন সিং রাঠোর নিশানাবাজিতে চ্যাম্পিয়ন ছিলেন। তিনি ২০০৪ সালে এথেন্স অলিম্পিকে ডবল ট্রাপ ইভেন্টে রুপোর পদক জিতেছিলেন। সেই সময় অলিম্পিকে কোন ভারতীয়র করা সর্বশ্রেষ্ঠ প্রদর্শন ছিল এটা। এরপর ২০০৮ সালে অভিনব বৃন্দা অলিম্পিকে গোল্ড মেডেল হাসিল করে নিয়েছিলেন।

রাজ্যবর্ধন সিং রাঠোর এখন জয়পুরের গ্রামীণ এলাকার সাংসদ তিনি দ্বিতীয়বার বিজেপির টিকিটে সাংসদ হয়েছেন। নরেন্দ্র মোদী সরকারের প্রথম কার্যকালে তিনি কেন্দ্রীয় সাংসদ ছিলেন।

এর আগে এই বছরের শুরুতে মানবাদিত্য সিং রাঠোর খেলো ইন্ডিয়া গোল্ড মেডেল জিতেছিল। সি আণ্ডার ২১ ট্রাপে শুটিং এ গোল্ড জিতেছিলেন। সে সেইসময় নিজের প্রস্তুতি নিয়ে জানিয়েছিল। সে বলেছিল, ‘আপনার কাছে দুটি অপশন আছে, হয় লড়াই করো, নাহলে ময়দান ছেড়ে পালিয়ে যাও। যখন আপনি ট্রেনিং এ নিজের সম্পূর্ণটা দেবেনে, তখন আপনার অন্তরআত্মা আপনাকে হারতে দেবেনা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.