প্রবল তুষারপাতে মানালিতে আটকে ৫০০-র বেশি পর্যটক, চলছে উদ্ধারকার্য

প্রবল তুষারপাতের জেরে হিমাচল প্রদেশের মানালিতে আটকে পড়েছেন প্রায় পাঁচশোর বেশি পর্যটক। জানা গিয়েছে, হিমাচল প্রদেশের কুলু জেলার মানালির সোলাং নালা ও অটল টানেলের দক্ষিণ প্রান্তের মধ্যবর্তী রাস্তায় আটকে পড়েছেন তাঁরা। হিমাচল প্রদেশে প্রবল তুষারপাত। তার মধ্যেই শৈলশহরে গতকাল রাত থেকে হয়ে চলেছে বৃষ্টি। ফলে, পরিস্থিতি আরও জটিল আকার ধারন করেছে। এসবের মধ্য়েই আটকে পড়া পর্যটকদের উদ্ধারের কাজে নেমে পড়েছে প্রশাসন। মানালির মহকুমা শাসক রমণ ঘরসঙ্গী জানিয়েছেন, ট্যাক্সি ও বাসে করে পর্যটকদের ফিরিয়ে আনা হচ্ছে। তিনি বলেন, উদ্ধারকার্যে ব্যবহৃত গাড়িগুলি গতকাল রাত ৮টায় ধুন্দিতে পৌঁছেছে। ত্রাণসামগ্রী নিয়ে উদ্ধারকারী দল সহ ২০টির মতো ৪x৪ রেসকিউ ভেহিকল্ পাঠানো হয়েছে। পাশাপাশি, ট্যাক্সি ও বাসে করে কুলাং থেকে পর্যটকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই, আটকে পড়া পর্যটকদের সরানোর কাজ শুরু হয়েছে। এদিকে, আগামী কয়েকদিন হিমাচল প্রদেশের পার্বত্য অঞ্চলে প্রবল তুষারপাত ও সমতলে প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.