রবিসন্ধ্যায় শপথ মোদির! দিল্লিতে তুঙ্গে তৎপরতা

দেশজুড়ে গেরুয়াঝড় না উঠলেও জোটসঙ্গীদের সঙ্গে নিয়ে ফের সরকার গড়ছে বিজেপি। তৃতীয়বার প্রধানমন্ত্রীর আসনে বসবেন নরেন্দ্র মোদি। আগামী ৯ জুন, রবিবার রাষ্ট্রপতিভবনে শপথ নেবেন তিনি। এমনটাই খবর সংবাদ সংস্থা এএনআই সূত্রে। এই অনুষ্ঠান উপলক্ষ্যে ফের একবার চাঁদের হাট বসতে চলেছে দিল্লির বুকে।

এবার প্রধানমন্ত্রী হলেই দিল্লির মসনদে থাকার নিরিখে ইন্দিরা গান্ধীর রেকর্ড ভাঙবেন মোদি। প্রথমে শোনা গিয়েছিল সব ঠিক থাকলে ৮ জুন প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বার শপথ নেবেন নমো। কিন্তু এবার শোনা যাচ্ছে শনিবার নয় রবিবারই তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান। জানা গিয়েছে, সেদিন মেগা সেলিব্রেশনের আয়োজন করতে চলেছে বিজেপি। প্রথমে খবর ছিল, রাষ্ট্রপতি ভবনে শপথ না নিয়ে খোলা আকাশের নিচে কর্তব্য পথে শপথ নিতে চান মোদি। কিন্তু পরে জানা যায় রাষ্ট্রপতি ভবনেই শপথের প্রস্তুতি শুরু হয়েছে। রাষ্ট্রপতি ভবন সুসজ্জিত করার জন্য টেন্ডারও ডাকা হয়েছে। সাজসজ্জার কাজের জন্য় বুধবার থেকে রাষ্ট্রপতি ভবন বন্ধ রাখা হয়েছে। রবিবার সন্ধ্যে ৬টায় শপথ নেবেন মোদি।

এদিকে এনডিএ’র (NDA) অন্দরে সরকার গড়ার তোড়জোড় শুরু হয়েছে। আসলে ক্ষমতায় ফিরলেও বিজেপির এবার ভালো শক্তিক্ষয় হয়েছে। এমনকী একক সংখ্যাগরিষ্ঠতা থেকেও অনেক দূরে গেরুয়া শিবির। বিজেপির সরকার গড়ার চাবি যাঁদের হাতে সেই চন্দ্রবাবু নায়ডু এবং নীতীশ কুমারের সঙ্গে আবার যোগাযোগ করেছে বিরোধী শিবিরও। যার ফলে এবার শরিকদের বাড়তি গুরুত্ব দিতে হচ্ছে বিজেপিকে। যদিও বিজেপি তাতে বিচলিত নয়। গেরুয়া শিবির নিশ্চিত, সরকার গড়তে বিশেষ সমস্যা হবে না।

মোদির শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে এখন তুঙ্গে তৎপরতা। বিশেষ এই অনুষ্ঠানের জৌলুসে কোনও খামতি রাখা হচ্ছে না। নমোর অভিষেকে আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন রাষ্ট্রনেতাদের। রবিবার রাষ্ট্রপতিভবনে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, নেপালের পুষ্পকমল দাহাল, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ও মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ যুগনাথের। এছাড়াও বিশেষ এই অনুষ্ঠানের আমন্ত্রণ গিয়েছে আমেরিকা ও রাশিয়ার কাছেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.