মঙ্গলবার মতুয়াদের অনুষ্ঠানে যোগ দিয়ে বগটুই গণহত্যা নিয়ে মুখ খুলেছিলেন প্রধানমন্ত্রী। বলেছিলেন, রাজনৈতিক কারণে হিংসার ঘটনা অনভিপ্রেত। বুধবার বিমস্টেকের সম্মেলনে যোগ দিয়ে বঙ্গোপসাগরকে বাড়তি গুরুত্ব দিলেন নরেন্দ্র মোদী। বললেন, ‘যোগাযোগ-সমৃদ্ধি-নিরাপত্তার সেতু হিসেবে কাজ লাগাতে হবে’।
এদিন ভার্চুয়ালি নিজের বক্তব্য পেশ করেন প্রধানমন্ত্রী। নিজের ভাষণে আঞ্চলিক নিরাপত্তার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। একইসঙ্গে, নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং সন্ত্রাসবাদ দমনে সংশ্লিষ্ট দেশগুলির মধ্যে পারস্পরিক আদান-প্রদান আরও বাড়ানোর পক্ষেও সওয়াল করেন প্রধানমন্ত্রী।
মোদী তাঁর ভাষণে বলেন, সংশ্লিষ্ট অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে, উন্নতি তরান্বিত করতে হলে বঙ্গোপসাগরকেই যোগাযোগ, সমৃদ্ধি এবং নিরাপত্তার সেতু হিসেবে কাজে লাগাতে হবে। তিনি বলেন, প্রত্যেকটি দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হওয়া দরকার। পারস্পরিক সহযোগিতা ও আদানপ্রদানেরও সময় এসেছে। এটাই এই মুহূর্তে সবথেকে বেশি জরুরি বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী মনে করেন, সংশ্লিষ্ট অঞ্চলের প্রত্যেকটি দেশের নেতারাই নতুন উদ্যোগে কাজ করতে ইচ্ছুক। এই অঞ্চলের উন্নয়নে এবং নিরাপত্তায় ভারত বড় বিনিয়োগ করতেও প্রস্তুত বলে জানিয়েছেন মোদী। এর জন্য আপাতত ভারতের পক্ষ থেকে ৩০ লাখ মার্কিন ডলার দেওয়া হবে।