16:43:51 দুপুর ৩টে পর্যন্ত ত্রিপুরায় ভোট পড়েছে ৬৮.৬৫ শতাংশ, উত্তরপ্রদেশে ৫০.৮৬ শতাংশ, তেলেঙ্গানায় ৪৮.৯৫ শতাংশ, নাগাল্যান্ডে ৬৮ শতাংশ, মেঘালয়ে ৫৫ শতাংশ, অসমে ৫৯.৫ শতাংশ, মহারাষ্ট্রে ৩৮.৩৫ শতাংশ, লাক্ষাদ্বীপে ৫১.২৫ শতাংশ, উত্তরাখণ্ডে ৪৬.৫৯ শতাংশ, মনিপুরে ৬৮.৯০ শতাংশ, মিজোরামে ৫৫.২০ শতাংশ ও পশ্চিমবঙ্গে ৬৯.৯৪ শতাংশ।

16:32:11 ভোটের দিন সাংবাদিক বৈঠক করেছে বিজেপি। নির্বাচন কমিশনকে অভিযোগ জানাল ওড়িশার বিজু জনতা দল।

15:27:13 উত্তরপ্রদেশের সামলিতে শূন্যে গুলি চালাল বিএসএফ। জেলাশাসক জানিয়েছেন, কিছু লোক ভোটার আইডি ছাড়াই ভোট দিতে যাচ্ছিল তাই শূন্যে গুলি চালাতে হয়েছে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে খবর।

15:25:29 অন্ধ্রপ্রদেশে ভোট সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন টিডিপি প্রার্থী কোডেলা শিবপ্রসাদ রাও।

13:16:54 অন্ধ্রপ্রদেশে ভোট চলাকালীন বুথের সামনেই কুপিয়ে খুন টিডিপি নেতা এস ভাস্কর রেড্ডি। অভিযোগ ওয়াইএসআর কংগ্রেসের বিরুদ্ধে।

13:11:15 নির্বাচনী সন্ত্রাস বন্ধ করুন। নাহলে, কড়া পদক্ষেপ নেওয়া হবে। প্রকাশ্যে ভোট সন্ত্রাসে মদতকারী মন্ত্রীদের জেলে পাঠানোর হুমকি ত্রিপুরার মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মার। তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি।

13:10:26 মনিপুরের বিভিন্ন কেন্দ্রে কুকি উপজাতি জঙ্গিদের আনাগোনার অভিযোগ। প্রকাশ্যেই তারা বিজেপির সমর্থনে ভোট দিতে বলছে। এমনই আভিযোগ বিরোধীদের।

12:08:06 রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত ত্রিপুরা। সিপাহীজলা জেলার চড়িলামে সিপিএম-কংগ্রেস সংঘর্ষ। জখম আট। চারজনের অবস্থা গুরুতর। বিভিন্ন কেন্দ্রে ভোটদানে বাধার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

11:50:04 ত্রিপুরার একাধিক বুথে সংঘর্ষের অভিযোগ। বুথে বুথে ভোটাররা আক্রান্ত। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে ছবি। অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

11:30:23 অন্ধ্র প্রদেশের বহু বুথে বিকল ইভিএম মেশিন। বিঘ্নিত ভোট গ্রহণ।

10:43:59 অসমের করিমগঞ্জে বিভিন্ন বুথে উত্তেজনা। কংগ্রেস কর্মীদের মারধরের অভিযোগ। অভিযুক্ত বিজেপি।

10:36:35 মেঘালয়ে ভোট দিলেন মুখ্যমন্ত্রী কনরাড সাংমা।

10:27:40 পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে নির্বাচন। ভোট দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

10:19:24 নাগপুরে ২২০ নম্বর বুথে ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গদকড়ি।

10:00:02 সকাল ৯টা পর্যন্ত তেলেঙ্গানায় ভোট পড়েছে ১০.৬ শতাংশ, আন্দামানে ৫.৮৩ শতাংশ, অসমে ১০.২ শতাংশ, অরুণাচল প্রদেশে ১৩.৩ শতাংশ, লাক্ষাদ্বীপে ৯.৮৩ শতাংশ।

09:45:00 ভোট দিলেন এআইএমআইএম চিফ আসাদুদ্দিন ওয়াইসি।

09:32:58 কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির মুজফফরনগরের প্রার্থী সঞ্জীব বালিয়ানের অভিযোগ, বোরখার আড়ালে থাকা মুখ পরীক্ষা করা হচ্ছে না।  ভুয়ো ভোটিং-এর অভিযোগ তোলে তিনি। কোনও মহিলা নিরাপত্তা বাহিনী নেই বলেও তাঁর অভিযোগ।

08:51:43 সিকিমে ভোট দিলেন প্রাক্তন ভারতীয় ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়া। এবার তিনি সিকিমে ‘হামরো সিকিম’ দলের তরফে ভোটে লড়ছেন।

08:40:46 ভোট চলাকালীন আইইডি বিস্ফোরণের খবর এল ছত্তিসগড়ের নারায়ণপুর থেকে। মাওবাদী অধ্যুষিত এলাকায় মাটিতে বিস্ফোরক পোঁতা ছিল বলে খবর। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

08:37:06 গাজিয়াবাদে ১৫১ নম্বর বুথে খারাপ হয়ে গেল ইভিএম মেশিন। ভোট শুরু হতে দেরি।

08:04:35 পরিবারকে সঙ্গে নিয়ে ভোট দিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

07:45:54 মহারাষ্ট্রের একটি বুথের কাছে পাওয়া গেল আইইডি। ঔরঙ্গাবাদের সিলিয়ায় ৯ নম্বর বুথের কাছে ওই বিস্ফোরক পাওয়া গিয়েছে। গয়ার এসএসপি রাজীব মিশ্র জানিয়েছেন ওই বোমা নিষ্ক্রিয় করে ভোটগ্রহণের কাজ শুরু করা হয়েছে।

07:34:48 প্রথম দফার ভোটের আগে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। রেকর্ড সংখ্যায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ভোটারদের কাছে।07:15:55 নাগপুর কেন্দ্রে ২০১৬ নম্বর বুথে ভোট দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, ‘ভোট দেওয়া প্রত্যেকের অধিকার, প্রত্যেকের ভোট দেওয়া উচিৎ।

07:00:09 শুরু হল ২০১৯ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট। বৃহস্পতিবার ভোটগ্রহণ শুরু হয়েছে দেশের ৯১টি লোকসভা কেন্দ্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.