প্রকাশ্যে এলো ২০২৩ সালের অস্কারের রিমাইন্ডার তালিকা। এই তালিকাতেই স্থান পাকাপাকি করে নিল দ্য কাশ্মীর ফাইলস সহ আরও ৪টি সিনেমা। তালিকার ভিত্তিতে জানা গেছে, দ্য কাশ্মীর ফাইলস ছাড়াও আরআরআর, কান্তারা ও গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি এই তালিকায় স্থান অধিকার করে নিয়েছে।
দ্য কাশ্মীর ফাইলস সিনেমাটি ২০২৩ সালের অস্কারের রিমাইন্ডার তালিকা স্থান পাওয়ার খবরটি শেয়ার করে খোদ পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তিনি ১০ই জানুয়ারি তারিখে বেলা বারোটা নাগাদ নিজ টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে বলেন, “দ্য কাশ্মীর ফাইলস অস্কার ২০২৩ -এর জন্য শর্টলিস্টেড হল। দ্য আকাদেমির প্রথম লিস্টে এই ছবি শর্টলিস্টেড হল। ভারতের তরফে যে ৫টি ছবি এই লিস্টে জায়গা করে নিয়েছে তার মধ্যে এটি অন্যতম। আমি ওদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ভারতীয় ছবির জন্য এটা একটি দারুন বছর”।
জানা গেছে যে, দ্য কাশ্মীর ফাইলস সিনেমাটি মূলত অভিনেতা বিভাগের অধীনে অস্কারের জন্য শর্টলিস্টেড হয়েছে। এই বিভাগে এই সিনেমার অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী ও দর্শন কুমারের নাম প্রস্তাব করা হয়েছে।