ফের বিতর্কে কাঁথি। বিজেপি কাউন্সিলারদের বসেই শপথ বাক্য পাঠ করালেন কাঁথির মহকুমা শাসক আদিত্য বিক্রম মোহন হিরানি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।
দক্ষিণ কাঁথির বিজেপি বিধায়ক অরূপ কুমার দাস প্রশ্ন তোলেন মাননীয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সহ সাংবিধানিক প্রধানদের কাছে এই ভাবে বসে কি শপথ বাক্য পাঠ করানো যায়? যদিও এই বিতর্কিত বিষয়ে কাঁথির মহকুমা শাসকের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
গত ১৬ মার্চ কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান মহকুমা শাসক। শাসক দলের যাঁরা জিতেছেন তাঁরা প্রত্যেকেই অনুষ্ঠানে রীতি মেনে দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ করেছেন। এবং মহকুমা শাসকও তাঁদের দাঁড়িয়েই বাক্য পাঠ করিয়েছেন। তবে ওই দিন উপস্থিত থাকতে পারেনি বিজেপির তিন জয়ী প্রার্থী।
পরে মহকুমা শাসকের দেওয়া সময় ও দিন মেনে তাঁরা শপথ বাক্য পাঠ করেন। শাসক দফতরে উপস্থিত হয়ে তিন বিজেপি কাউন্সিলর শপথ বাক্য পাঠ করেন। আর এই খানেই বিতর্ক শুরু হয়। সামাজিক মাধ্যম গুলিতে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় গেরুয়া তিন প্রার্থী দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ করছেন এবং মাননীয় মহকুমা শাসক মহাশয় বসেই সেই বাক্য পাঠ করাচ্ছেন। আর এতেই শুরু বিতর্ক।