লেফটরা লিবারেল এই কথাটা যেমন সম্পূর্ণ মিথ্যা, তেমনি মিথ্যা যাদবপুর মুক্তমনাদের জায়গা

লেফটরা লিবারেল এই কথাটা যেমন সম্পূর্ণ মিথ্যা, তেমনি মিথ্যা যাদবপুর মুক্তমনাদের জায়গা

লেফটরা লিবারেল এই কথাটা যেমন সম্পূর্ণ মিথ্যা, তেমনি মিথ্যা যাদবপুর মুক্তমনাদের জায়গা l আনিস, বাগটুই নিয়ে সিপিএম প্রতিবাদ করে, কিন্তু কালিয়াগঞ্জ নিয়ে করে না, কারণ তারা প্রমান করতে চায় তারা মুসলিমদের বন্ধু, লিবারেল l কিন্তু চীন যখন কোটি কোটি মুসলিম উইঘুরদের উপর অত্যাচার চালায় তখন তারা আর লিবারেল থাকে না l

যাদবপুরের মুক্তমনা ব্যাপারটা তেমনই l উপাচার্যকে খুন করে প্রবেশ মুক্তামনাদের l শুনেছি খুনি এখন কানাডায় নাকি l Buddha in a Traffic Jam যারা প্রদর্শন করতে গিয়েছিল, তাঁদের কিডন্যাপ করে মুক্তমনারা এবং সেইদিন রুপা গাঙ্গুলী না গেলে ওঁদের খুন করে দিত l যাদবপুরের যে কোন শিক্ষকের সামনে কার্ল মার্ক্সের সমালোচনা করে দেখুক কোন ছাত্র বা ছাত্রী l একবার প্রশ্ন করুক, আপনি কিভাবে চাকরি পেলেন স্যার? কে কতটা মুক্তমনা বোঝা যাবে l যারা গত কয়েকদিন টিভিতে আসছে, তাঁদের একজন মহিলা রিসার্চ স্কলারদের সঙ্গে কি ব্যাবহার করে তার একটা রিপোর্ট পেলাম l তার কথা না শুনলে থিসিস সাবমিট করতে দেবে না l এঁদের নেটওয়ার্ক এত ছড়িয়ে যে রাজ্যে কোথাও চাকরি পেতে দেবে না l SSC থেকে CSC বিশ্ববিদ্যালয় নিয়োগ সব ক্ষেত্রে এঁদের গ্যাং আছে l অন্য কোন বিশ্ববিদ্যালয়ের এই নেটওয়ার্ক নেই l

সব প্রমান আছে l সবাইকে খুঁজে খুঁজে হাজতে পাঠানো হবে সময় হলেই l অনুব্রতও ভেবেছিল কেউ তাঁদের ধরতে পারবে না l এরাও আজ ভাবছে l সবার আগে কানাডা থেকে সেই খুনিকে ফিরিয়ে আনতে হবে মৃত্যুর আগে l শেখ হাসিনা পারলে, আমরা কেন পারবো না?

সুদীপ্ত গুহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.