জম্মু কাশ্মীরের। (Jammu & Kashmir) ব্যাপারে পাকিস্তানের অতি উৎসাহর কড়া জবাব দিল দিল্লি। বুধবার রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদে জম্মু কাশ্মীর ইস্যু তোলায় পাকিস্তানকে একহাত নিয়ে ভারতীয় কূটনীতিক বিকাশ স্বরূপ বলেন, জম্মু কাশ্মীর ভারতের ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আগস্ট মাসে কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই পাকিস্তান নানা ভাবে ভারতের বিরুদ্ধে বাকি মুসলিম দেশগুলিকএ একজোট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এরপর রাষ্ট্রপুঞ্জে যখন কাশ্মীর ইস্যু তোলা হয় পাকিস্তানের তরফ থেকে, তখনও ভারত বলে জম্মু কাশ্মীর ভারতের আভ্যন্তরীন ব্যাপার। তাতে পাকিস্তানের নাক গলানোর কোনও দরকার নেই। কিন্তু তাতে মোটেই দমবার পাত্র নন পাকিস্তানের প্রধানমন্ত্রী। রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক পরিষদের কাছে পাকিস্তান দাবি জানায় ভারত সরকার কাশ্মীরের যোগাযোগ ব্যবস্থার ওপর যে নিষেধাজ্ঞা জারি করেছে তা যেন অবিলম্বে তুলে নিতে বলা হয়। তারপরই পাকিস্তানকে এই জবাব দেয় ভারত।