এবার মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার আইএস জঙ্গি। ধৃতের নাম আব্দুল রাকিব কুরেশি। হাওড়ার টিকিয়াপাড়া থেকে গ্রেফতার হওয়া জঙ্গি মহম্মদ সাদ্দামকে জেরা করে কুরেশির সন্ধান পান গোয়েন্দারা। তার হাত ধরেই সাদ্দাম আইএসে যোগ দেয় বলে জানতে পেরেছন তদন্তকারীরা।
মহম্মদ সাদ্দাম ও সৈয়দ আহমেদকে গ্রেফতার করে এসটিএফ। আইএস সন্দেহভাজন হিসাবে গ্রেফতার করা হয় তাদের। এরপরই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে গোয়েন্দাদের হাতে। সাদ্দাম কলকাতা মডিউলের অন্যতম মাথা বলে তদন্তে উঠে এসেছে বলে সূত্রের খবর। আর গোয়েন্দাদের ধারনা, সাদ্দামকে এই পথে নিয়ে যান আব্দুল রাকিব কুরেশি।
প্রশ্ন উঠছে, এই কুরেশি কি কলকাতায় এসেছিল? কারণ, সম্প্রতি জানা গিয়েছে, সাদ্দাম প্রায়ই উত্তর ভারতে যেত। তার সংগঠনের বৈঠক হতে সেখানে। কার সঙ্গে সে বৈঠক করত তা নিয়ে ধোঁয়াশা ছিল। তদন্তে জানা গিয়েছে, এই কুরেশির সঙ্গেই দেখা করত সাদ্দাম। তারা সংগঠনের কাজে বিভিন্ন জায়গায় যেত বলেও সূত্রের খবর।
আপাতত পুলিশ হেফাজতে রয়েছে সাদ্দাম, সৈয়দরা। তাদের জেরা করে একের পর এক তথ্য এসটিএফের হাতে উঠে এসেছে বলে সূত্রের খবর। সাদ্দামদের বড়সড় হামলার ছক ছিল বলে গোয়ান্দাদের কাছে তথ্য এসেছে বলে সূত্রের দাবি। সে কারণে অস্ত্র জোগাড়ও করছিল তারা।