বুধবারই ইসরো ঘোষণা করেছে, খুব শীঘ্র চাঁদের উদ্দেশে রওনা হচ্ছে ভারতের মহাকাশযান। বৃহস্পতিবার ইসরোর প্রধান কে শিবন জানালেন, মহাকাশে নিজস্ব স্পেস সেন্টার তৈরি করার প্রকল্প হাতে নিয়েছে ভারত। এর আগে গগনায়ন নামে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছিল। সেই প্রকল্পের অঙ্গ হিসাবেই তৈরি হবে ভারতের নিজস্ব স্পেস স্টেশন।
শিবন বলেন, মহাকাশে মানুষ পাঠানোর পরেও গগনায়ন প্রকল্প চালিয়ে যাওয়া হবে। ভারত চায় নিজস্ব স্পেস স্টেশন বানাতে। সেখানে মাইক্রোগ্র্যাভিটি স্তরের নানা পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। ২০২২ সালে গগনায়নের বর্তমান প্রকল্প শেষ হচ্ছে। তারপরে স্পেস স্টেশন বানানোর প্রকল্প শুরু হবে। আগামী পাঁচ-সাত বছরে ওই প্রকল্পের পরিকল্পনা হবে।
বৃহস্পতিবার শিবনের সঙ্গে যৌথভাবে সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় পরমাণু শক্তি ও মহাকাশ গবেষণা দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি বলেন, ইসরো প্রথমবার মহাকাশে মানুষ পাঠাবে ২০২২ সালে। আগামী ১৫ জুলাই চাঁদের উদ্দেশে যাত্রা করবে চান্দ্রায়ন-২ নামে উপগ্রহ। তা অবতরণ করবে চাঁদের দক্ষিণ মেরুতে। সেখানে এখনও পর্যন্ত কোনও দেশের মহাকাশযান যায়নি।