দেশের প্রগতিতে আইআইএম-এর অবদানের জন্য ভারত গর্বিত : প্রধানমন্ত্রী

দেশের অগ্রগতিতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম)-এর সমৃদ্ধ অবদানের জন্য ভারত গর্বিত। আইআইএম-এর ভূয়সী প্রসংশা করে শনিবার এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী আশা, স্থানীয় এবং বৈশ্বিক উৎপাদনের মধ্যে একটি সেতু হিসেবে কাজ করবে আইআইএম। শনিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ওডিশায়, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম)-সম্বলপুরের স্থায়ী ক্যাম্পাসের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, রাজ্যপাল গণেশি লাল, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী রমেশ পোখরিয়াল, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রমুখ।
এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, ‘দেশের অগ্রগতিতে আইআইএম-এর সমৃদ্ধ অবদানের জন্য ভারত গর্বিত। আইআইএম সম্বলপুরের প্রতিষ্ঠা এই শহরকে শিক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত করবে। স্থানীয় এবং বৈশ্বিক উৎপাদনের মধ্যে একটি সেতু হিসেবে কাজ করবে আইআইএম।’ প্রধানমন্ত্রী আরও বলেন, খনিজ পদার্থ, কয়লা, সোনা এবং বিভিন্ন রত্নপাথরের জন্য পরিচিত সম্বলপুর। হিরাকুদ বাঁধ, দেবীগড় অভয়ারণ্য এবং সম্বলপুরী টেক্সটাইল ওডিশা পর্যটনকে নতুন মাত্রা জুগিয়েছে।আইআইএম সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সাল পর্যন্ত, ভারতে মাত্র ১৩টি আইআইএম ছিল। এখন মোট ২০টি। এত বৃহৎ ট্যালেন্ট পুল ‘আত্মনির্ভর ভারত’-এর প্রচারকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে। আজকের স্টার্টআপই ভবিষ্যতের মাল্টিন্যাশনাল কোম্পানি। কৃষি সেক্টর থেকে মহাকাশ সেক্টর, স্টার্টআপে সুযোগ বেড়েই চলেছে। এদিনের অনুষ্ঠানে ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক বলেছেন, ওডিশায় এডুকেশন দ্রুত পরিবর্তনের সাক্ষী। পূর্ব ভারতে শিক্ষার কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে ওডিশা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.