হায়দ্রাবাদে পশু চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় মূল অভিযুক্তের মা দাবি করেন, ওই দিন তাঁর ছেলে রাত ১টা নাগাদ বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে এসে তিনি কাউকে খুন করেছেন একথা বারবার মুখে আওড়াতে থাকেন। ২৭-২৮ নভেম্বর রাতে পশু চিকিৎসক প্রিয়াঙ্কাকে ধর্ষণ ও খুন করা হয়। তারপর ওই মহিলা চিকিৎসকের মৃতদেহ সামশাবাদ টোল প্লাজা থেকে ৩০ কিমি দূরে পাওয়া গিয়েছে। এই ঘটনায় মূল অভিযুক্ত ট্রাক ড্রাইভার মো আরিফ সহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।
খবর অনুযায়ী, আরিফের মা বলেন ওই দিন আমার ছেলে খুবই ভীত হয়ে ছিল। আমি যখন জিজ্ঞাসা করি, তখন সে বলে অ্যাক্সিডেন্টে আমি একজনকে মেরে দিয়েছি। এই ঘটনার পর সকাল ৬টায় নারায়ণপুরের জক্কুলর গ্রাম থেকে আরিফকে গ্রেফতার করে পুলিশ।
হায়দ্রাবাদে পশু চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় মূল অভিযুক্তের মা দাবি করেন, ওই দিন তাঁর ছেলে রাত ১টা নাগাদ বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে এসে তিনি কাউকে খুন করেছেন একথা বারবার মুখে আওড়াতে থাকেন। ২৭-২৮ নভেম্বর রাতে পশু চিকিৎসক প্রিয়াঙ্কাকে ধর্ষণ ও খুন করা হয়। তারপর ওই মহিলা চিকিৎসকের মৃতদেহ সামশাবাদ টোল প্লাজা থেকে ৩০ কিমি দূরে পাওয়া গিয়েছে। এই ঘটনায় মূল অভিযুক্ত ট্রাক ড্রাইভার মো আরিফ সহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।
খবর অনুযায়ী, আরিফের মা বলেন ওই দিন আমার ছেলে খুবই ভীত হয়ে ছিল। আমি যখন জিজ্ঞাসা করি, তখন সে বলে অ্যাক্সিডেন্টে আমি একজনকে মেরে দিয়েছি। এই ঘটনার পর সকাল ৬টায় নারায়ণপুরের জক্কুলর গ্রাম থেকে আরিফকে গ্রেফতার করে পুলিশ।