বাংলায় মুসলিম সাম্প্রদায়িকতা কমিউনিস্টদের মদত পেয়ে ডালপালা বিস্তার করেছিল

বাংলায় মুসলিম সাম্প্রদায়িকতা কমিউনিস্টদের মদত পেয়ে ডালপালা বিস্তার করেছিল

বাংলায় মুসলিম সাম্প্রদায়িকতা কিভাবে কমিউনিস্টদের মদত পেয়ে ডালপালা বিস্তার করেছিল তার পরিষ্কার ইঙ্গিত পাওয়া যায় বাংলা রাজনীতিতে 1920-39 পর্বটির দিকে নজর দিলে । Workers and Peasants Party ( WPP) গঠন করা হয়েছিল কমিউনিস্ট পার্টির অবর্তমানে একটা ক্যামোফ্লেজ হিসেবে কাজ চালানোর জন্য । মানবেন্দ্রনাথ রায় চেয়েছিলেন যে যতদিন না ভারতে কমিউনিস্ট পার্টির উপর নিষেধাজ্ঞা উঠে ততদিন WPP এর ব্যানারে কমিউনিস্টরা কাজ করে যাক । মানবেন্দ্রনাথ রায় কংগ্রেসের ভেতরে ঢুকে কংগ্রেস দখল করার পরিবর্তে আলাদা ভাবে কাজ করতে চেয়ে বলেছিলেন ,” it is only under the banner of the Communist Party , the masses can be organised and led into the national struggle .” অন্যদিকে শ্রীপদ ডাঙেরা চেয়েছিলেন WPP কে কংগ্রেসের মধ্যে ঢুকিয়ে নিজেদের প্রভাব বৃদ্ধি করে কংগ্রেসকে দখল করা । CSP গঠনের আগে WPP এর মাধ্যমে কংগ্রেস দখলের চেষ্টা হয়েছিল । 1927 সালে WPP এর তিনজন সদস্য বঙ্গীয় প্রদেশ কংগ্রেস কমিটির আর দুজন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদস্যতা পেয়ে গিয়েছেন । WPP তৈরি হয় 1926 সালে 12 জন মুসলমান এবং চারজন হিন্দু সদস্য নিয়ে । এরা প্রথম বন্ধুত্ব করল লেবার স্বরাজ পার্টির সঙ্গে যা তৈরি হয় 1925 সালে মুজাফফর আহমেদ, কুতুবউদ্দিন আহমেদ, হেমন্ত কুমার সরকার এবং কাজী নজরুল ইসলামের নেতৃত্বে । WPP এর যুব সংগঠনের নাম দেওয়া হল YOUNG COMRADE LEAGUE । ফোর্ট গ্লস্টার মিল ( জুট মিল ) হরতাল থেকে পার্শ্ববর্তী জুট মিলে আন্দোলন কোথাও সেই অর্থে WPP দাগ কাটতে পারেনি । অথচ এদের নেতৃত্বেই মহাজনী প্রথা উচ্ছেদের বিরুদ্ধে করা আন্দোলন বস্তুতপক্ষে হয়ে দাঁড়িয়েছিল হিন্দু নিধন যজ্ঞ ( কিশোরীগঞ্জ দাঙ্গা 1930) । কম্যুনিস্টদের মদতে সংগ্রামী কৃষক বাহিনী তৈরি হয়েছিল যাতে পরিষ্কার উল্লেখ ছিল যে অত্যাচারী মহাজনদের বিরুদ্ধে লড়ার ক্ষেত্রে মানসিক এবং ধার্মিক শক্তি যোগাবে মৌলানারা । কোথাও হিন্দু পুরোহিতের উল্লেখ নেই । প্রথম শাখা গঠিত হল পাকুনিয়া আর হোসেনপুর এলাকায় । নেতৃত্বে ছিলেন ওয়ালী নওয়াজ , নগেন সরকার, খন্দকার ডালু মিয়া এবং হাসেম আলী । কিশোরীগঞ্জ দাঙ্গার সাফল্যের পর থেকে কমিউনিস্টরা ঘোষণা করেছিল যে জায়গায় জায়গায় আঞ্জুমান ই ইসলামিয়া গডে তুলে মহাজন , জোতদার এবং জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে ।

অর্থাৎ কমিউনিস্টদের প্রত্যক্ষ মদতে বাংলায় চূড়ান্ত সাম্প্রদায়িক পরিবেশ তৈরি হতে থাকল । ভূপেশ গুপ্ত পরবর্তীকালে এই ঘটনাগুলো কে সমর্থন করে বলেছিলেন , ” to uproot the religio-cultural hegimony of Hinduism in East Bengal , the communists had done a right job to patronize the demographically superior muslim class …. “

এই পর্বের ইতিহাসগুলো জানালে বাংলায় কেউ কম্যুনিস্ট পার্টি করবে তো ? অবশ্য এখন করেই বা কারা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.