বাংলাদেশের নড়াইলে রীতিমতো টার্গেট করে হামলা চালানো হয়েছে হিন্দুদের উপর। পুড়িয়ে দেওয়া হয়েছে বাড়িঘর, দোকান, মন্দির। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রককে চিঠি লিখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘বাংলাদেশে ক্রমাগত সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার’ ঘটনায় অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক।
চিঠিতে শুভেন্দু লেখেন, ‘প্রতিবেশী দেশের সাম্প্রতিক ঘটনার জেরে আমি এই চিঠি লিখতে বাধ্য হচ্ছি।’ প্রসঙ্গত, ফেসবুক পোস্টে ইসলাম অবমাননার অভিযোগ তুলে জুম্মার নমাজের শেষে হিন্দুদের উপর আক্রমণ চালায় মুসলিমরা। ২০০-র উপর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। মন্দিরে চলে ভাঙচুর। গুঁড়িয়ে দেওয়া হয় বিগ্রহ। বাজারেও লুঠপাট চালায় তারা। এই ঘটনার পর বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন উঠেছে।
জানা গিয়েছে, আকাশ সাহা নামে এক কলেজ ছাত্রের কথিত ফেসবুক পোস্টে ধর্ম অবমাননার অভিযোগ তুলে এই হামলা চালানো হয়। ঘটনার পর থেকে পুরুষশূন্য গোটা এলাকা। দিঘলিয়ার সাহা পাড়ায় পথে পথে টহল দিচ্ছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী। ক্ষতিগ্রস্তদের ঘর মেরামতির কাজ শুরু হয়েছে প্রশাসনের উদ্যোগে। এরই মধ্যে বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার হামলার তদন্তের দাবি জোরদার হয়েছে।