‘দল না ছাড়লে পরিবার সমেত কুকুরের মতো পিটিয়ে মারব’। পাকিস্তান থেকে এই ভাষাতেই প্রাণনাশের হুমকি দেওয়া হল বিজেপি নেতাকে। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে জঙ্গি সংগঠন লস্কর-ই-খালসার দিকে। বাঙ্গুর নগর পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেছেন মুম্বইয়ে বিজেপি যুব মোর্চার সভাপতি তজিন্দর সিং টিওয়ানা। একই ধরনের হুমকি দেওয়া হয়েছে রামপুরের বিজেপি সাংসদ ঘনশ্যাম লোধিকেও।
অভিযোগ, বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ টিওয়ানা একটি অচেনা নম্বর থেকে ফোন পান। সেই সময় ব্যস্ত থাকায় ফোন ধরতে পারেননি। তার কয়েক মিনিট পরেই একটা অচেনা নম্বর থেকে হোয়াটসঅ্যাপ আসে তাঁর কাছে। সন্দীপ সিং পরিচয় দিয়ে এক ব্যক্তি টিওয়ানাকে হুমকি দেয়, তিনি বিজেপি ত্যাগ না করলে টিওয়ানা এবং তাঁর পরিবারকে হত্যা করা হবে। হুমকি দেওয়া সন্দীপ সিং সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-খালসার একজন মুখপাত্র বলে জানা গিয়েছে।
বিজেপি যুব শাখার নেতা তজিন্দর পুলিশের কাছে তাঁর বিবৃতিতে দাবি করেছেন, লস্কর-ই-খালসার তরফে অন্যান্য বিজেপি এবং আরএসএস নেতাদেরও হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি ভারতীয় সেনা কর্মকর্তাদেরও হত্যার হুমকি দিয়েছে এই জঙ্গি সংগঠন। টিওয়ানার অভিযোগের ভিত্তিতে, ভারতীয় দণ্ডবিধির ৫০৬(২) (অপরাধমূলক ভীতিপ্রদর্শন) এবং ৫০৭ (অজ্ঞাতনামা যোগাযোগের দ্বারা অপরাধমূলক ভাবে ভয় দেখানো) ধারার অধীনে অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। টিওয়ানা যে মোবাইল নম্বর থেকে বার্তাগুলি পেয়েছিলেন, তা খতিয়ে দেখে পুলিশ অভিযুক্তকে সনাক্ত করার চেষ্টা করছে।