আজ অনেকে post করেছে, 21000 শরণার্থী আফগানি আছে । তারা দিল্লী তে নাগরিকত্ব পাবার জন্য বিক্ষোভ করছে ।তারা দেশে ফিরতে চায় না। আমার ধারণা, এটা মিডিয়ার প্রচার। কারণ এই সময় ভারত এতো আফগানি মুসলিমদের রিফিউজি ভিসা দিয়ে আনেই নি। এরা সব বেশিরভাগই student visa নিয়ে এসেছে । যারা JNU এর “ভারত তেরে টুকরে হোঙ্গে ” আওয়াজ তুলেছিল। তারা তো রিফিউজি কোনোদিন ছি না। কিছুদিন আগে JNU এর ঐশী ঘোষ বলেছিল JNU র student দের visa যাতে রিনিউ করা হয় তার জন্য মোদী জির কাছে আবেদন জানাবে। এখন সেটাই জবরদস্তি দখলের চেষ্টা চালাচ্ছে CPM ।
যারা রিফিউজি visa নিয়ে এসেছে, সেই আফগানি হিন্দু আর শিখ রা তো 5 বছর পরে apply করলে CAA অনুযায়ী এমনিতেই নাগরিকত্ব পাবে । কিন্তু আফগানি মুসলিম রা পাবে না।
কিছু আফগানি মুসলিম দের আনা হবে রিফিউজি visa দিয়ে যারা মার্কিন সেনা দের সমর্থন করেছিল আর ভারতের বন্ধু ছিল । সালেহ বাহিনী তে এমন লোক থাকার সম্ভবনা প্রবল ।
আশা করি, আফগানি রিফিউজি হিন্দু শিখ নাগরিক দের সাথে দিল্লী র gang এর তুলনা করবেন না কেউ। ভুল বোঝার ও কারণ নেই। 15 aug এর আগে যারা এসেছে তারা কেউ রিফিউজি ভিসা তে আসে নি।
✍মৈত্রেয়ী বকসী