সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন রাখতে গিয়ে বিতর্কে জড়ালেন সিবিএসই বোর্ডের অধীনে থাকা একটি ইংরেজি মাধ্যম স্কুলের প্রিন্সিপাল। ইদের দিন ধর্ম নির্বিশেষে সব ছাত্রকে কুর্তা আর ফেজ টুপি পরে আসার ফরমান জারি করেন তিনি। এতেই তীব্র আপত্তি জানিয়ে প্রিন্সিপালের বিরুদ্ধে থানায় এফআইআর করলেন অভিভাবকরা।
জানা গিয়েছে প্রয়াগরাজের ন্যায় নগর পাবলিক স্কুলের ঘটনা। আগে স্কুলের প্রিন্সিপাল বুশরা মুস্তফা এক নির্দেশিকা জারি করেন। সেই নির্দেশিকায় ইদের দিন স্কুলের সব ছাত্র-ছাত্রীকে স্কুলে আসার নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে ড্রেস কোড ঠিক করে দেন ওই প্রিন্সিপাল। সেই সঙ্গে ২০ সেকেন্ডের ভিডিও বানাতেও নির্দেশ দেওয়া হয়।
কি ছিল সেই ড্রেস কোডে? ছাত্ররা সালোয়ার কুর্তা ও ঈদের টুপি পরবে এবং ছাত্রীরা সালোয়ার কুর্তা ও দুপাট্টা পরবে। তারপর ‛হ্যাপি ইদ’ বলে ২০ সেকেন্ডের একটি ভিডিও বানিয়ে স্কুলে পাঠাতে হবে।
এই নির্দেশিকা দেখার পরই ক্ষোভে ফেটে পড়েন হিন্দু অভিভাবকরা। তাঁরা স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান। পরে স্থানীয় থানায় ওই শিক্ষিকার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।