অর্থমন্ত্রী হিসেবে নির্মলার প্রথম জিএসটি কাউন্সিলের বৈঠক আজ

শুক্রবারই বসছে জিএসটি কাউন্সিলের ৩৫ তম বৈঠক ৷ আর কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে এটাই হবে নির্মলা সীতারামনের জিএসটি কাউন্সিলের প্রথম বৈঠক৷ এর আগে নির্মলার পূর্বসূরী অরুণ জেটলিই থাকতেন এই বৈঠকে পৌরহিত্য করার জন্য৷ এদিন দুপুরের আগেই তিনি বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসছেন এবং তাদের পরামর্শ নেবেন আসন্ন বাজেটে কর কাঠামো তৈরি করার জন্য ৷ কারণ ৫জুলাই কেন্দ্রীয় অর্থমন্ত্রী পেশ করবেন সাধারণ বাজেট৷

জিএসটি কাউন্সিলের ৩৫ তম বৈঠকে আশা করা হচ্ছে আলোচনা করা হবে কর ফাঁকি দেওয়া রুখতে প্রযুক্তিকে আরও কতটা ব্যবহার করা যায়৷ তাছাড়া নতুন জিএসটি রিটার্ন ফর্ম লাঘু করার ব্যাপারেও আলোচনা হতে পারে৷ এর পাশাপাশি করের হার পরিবর্তনের দিকটাও পর্যালোচনা হবে এই বৈঠকে বলেই সূত্রের খবর৷

প্রসঙ্গত, নির্মলা গত সপ্তাহেই বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছিলেন- যাদের মধ্যে ছিলেন তামিলনাড়ু পণ্ডিচেরি এবং রাজস্থান৷ এনডিএ সরকার ইঙ্গিত দিয়েছে, কোনও নীতি প্রণয়নের সময় রাজ্যেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সপ্তাহে নীতি আয়োগের বৈঠক ডেকে নীতি প্রণয়নের জন্য সেখানে বিভিন্ন রাজ্যের সঙ্গে মত বিনিময় করেছিলেন কারণ যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এমন ভাবে নীতি প্রণয়নের কথা বলা হয়৷ অন্যদিকে সীতারামন তার প্রথম বাজেটের জন্য জনগনের কাছ থেকেও অভিমত চেয়েছেন৷ ফলে তাঁর মন্ত্রকের অফিসারের সোশ্যাল মিডিয়া এবং অন্যত্র নজর দিয়েছে জগণন কী চাইছে তা বোঝার জন্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.