ইউসিসি-কে কেন্দ্র করে বড়ো ধরণের রায় দিল সুপ্রিমকোর্ট। সম্প্রতি উত্তরাখণ্ডে আর গুজরাটে ইউনিফর্ম সিভিল কোড কার্যকরী হওয়ার কথা ছিল। কিন্তু, এই খবর প্রকাশ্যে আসার পরেই সুপ্রিম কোর্টে এর বিরুদ্ধে দায়ের হয় মামলা। যদিও, সুপ্রিম কোর্ট সেই মামলা সরাসরি খারিজ করে দেয় বলে জানা গেছে।
অভিন্ন দেওয়ানি বিধি গুজরাটে ও উত্তরাখণ্ডে লাগু হওয়া প্রসঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচুড় ও পি এস নরসিংহের মন্তব্য, “সংবিধানের ১৬২ ধারা অনুযায়ী রাষ্ট্রের ক্ষমতা রয়েছে কমিটি গঠন করার। যদি রাষ্ট্র এমনটা করে থাকে, তাহলে তাতে কিছুই ভুল নেই”।
উল্লেখ্য, অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার জন্য গুজরাট ও উত্তরাখণ্ডে ভিন্ন ভিন্ন বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়েছিল। উত্তরাখণ্ডের কমিটিটি তৈরি হয়েছিল সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের অধীনে। কিন্তু, এই ইস্যুটিকে কেন্দ্র করে সুপ্রিমকোর্টের দরবারে অনুপ বারানওয়াল মামলা করলে সুপ্রিমকোর্টের বিচারপতিগণ তা বাতিল করে দেন। বিশেষজ্ঞরা এই ঘটনাটিকে ‘এক দেশ এক আইন’ বিষয়ে সবুজ সংকেত বলে মনে করেছেন।