কোন পুরুষ চা পরিবেশন করছেন কোন মহিলাকে বা কোন মহিলা পিৎজা খাচ্ছেন, এমন কোন দৃশ্য এবার থেকে ফিল্ম বা টিভির পর্দায় দেখানো সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ এবার থেকে টিভিতে মেয়েদের পিৎজা খাওয়া বা ছেলেদের চা পরিবেশনের দৃশ্য সম্পূর্ণ নিষিদ্ধ করল ইরান সরকার।
ইতিমধ্যেই সিনেমা পরিচালকদের ও টিভি অনুষ্ঠান নির্মাতাদের এই বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন নির্দেশিকা জানানো হয়েছে, কোন পুরুষ বা মহিলার হাতে চামড়ার গ্লাভস রয়েছে, কোন মহিলাকে চা পরিবেশন করা হচ্ছে অফিসের মধ্যে, এমন কোন দৃশ্যই আর সম্প্রচার করা যাবে না।
এই বিষয় সেদেশের তথ্য ও সম্প্রচার দফতরের প্রধান আমির হোসেন শামশাদি জানিয়েছেন, ওই সবকিছুর পাশাপাশি কোন মহিলা লাল রঙের পানীয় খাচ্ছেন, সেই দৃশ্য দেখানো চলবে না টিভি বা সিনেমায়। ইতিমধ্যেই, ইরান সরকার স্যান্ডউইচ খাওয়াও নিষিদ্ধ করেছে। পাশাপাশি কোন ঘরোয়া দৃশ্যে নারী-পুরুষকে একসঙ্গে দেখানো যাবে না। এবার থেকে প্রতিটি দৃশ্য সম্প্রচারের আগে নিতে হবে সরকারি ছাড়পত্র।