২৫ বছর বর্ষীয় সাইফ আলী শেখকে গ্রেফতার করা হলো সুরেন্দ্র গৌরকে (47) হত্যার দায়ে। গৌড়ের অপরাধ তিনি টেপ রেকর্ডারে উচ্চ শব্দে গান শুনছিলেন যা শেখের পছন্দ ছিল না। ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ে। মালয়ানি অঞ্চলে হিন্দুদের মুসলিমদের অত্যাচারে ঘর বাড়ি ছেলে পালাতে হয়।
ওই অঞ্চলটি মালাদ পশ্চিম লোক সভা সাংসদ আসলাম শেখের কেন্দ্রে পরে।
সুরেন্দ্র গৌড় এবং সাইফ দুজনেই পেশায় শ্রমিক।
পুলিশ বক্তব্য গৌড় তার ঘরের বাইরে টেপ রেকর্ডারে গান শুনছিলেন। সাইফ তাঁকে ভলিউম কমাতে বলে, এই নিয়ে দুজনের মধ্যে বচসা হয় ও গৌরকে মাথায় আঘাত করে সাইফ।হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
সাইফকে খুনের দায়ে গ্রেফতার করা হয়। তারা দুজনেই মালওয়ানিতে থাকতো। ওই অঞ্চলে হিন্দুদের উপর বেশ কিকিছুদিন ধরে নির্যাতন হচ্ছে। বহু হিন্দু পরিবার ওই স্থান ছেড়ে নিজেদের জায়গা বিক্রি করে পালিয়ে গেছেন। এখন ও এই ধারা চলছে।
বিধায়ক মঙ্গল লোধা জমি জেহাদের বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি মহারাষ্ট্র বিধান সভাতে এই নিয়ে বলেছেন।
“হিন্দুদের তাড়িয়ে দেয়ার একটা সুচিন্তিত পদ্ধতি রয়েছে। তাঁদেরকে প্রতিনিয়ত নিজেদের জমি জায়গা ছেড়ে দিতে শাসানো হচ্ছে। কাশ্মীর ও কৈরানার মতোই মালওয়ানি থেকে হিন্দুদের ভয় ভীতি দেখিয়ে তাড়ানো হচ্ছে,” বলেন লোধা।
মালাদ-মালওয়ানিতে ১৫,০০০ হিন্দু ভোটার রাতারাতি নিরুদ্দ্বেষ হয়ে যায় অথচ ১২,০০০ মুসলিম ভোটারদের সংখ্যা বেড়ে যায়। হিন্দুদের তাড়িয়ে রোহিঙ্গ্যা ও বাংলাদেশিদের এনে বসানো হচ্ছে। মালওয়ানির ছেদা নগরে ১০৮ টি হিন্দু পরিবার এলাকা ছাড়তে বাধ্য হয়।
লোধা আরো জানান কিছুদিন আগে শ্রী রামের ছবি ছেঁড়া হয় বিভিন্ন অঞ্চলে।