মানবতার উপরেই সকলকে ভরসা রাখতে হবে : প্রধানমন্ত্রী

মানবাতাবাদের উপরেই আমাদের সকলকে ভরসা রাখতে হবে। মানবতাই হল আমাদের মূল পাথেয়। সোমবার সকালে ভারত-জাপান সম্বাদ সম্মেলনে মানবতার উপরেই জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী জানান, আগামী প্রজন্মের জন্য বিশ্বকে তৈরি করে রেখে যেতে হবে আমাদেরই। এদিন সকালে ভারত-জাপান সম্বাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেছেন, ‘বর্তমান সময়ে ক্রিয়াকলাপ ভবিষ্যতে আলোচনাকে রূপ দেবে। এই দশক সেই সমস্ত সমাজের, যে সমাজ শেখার এবং উদ্ভাবনের জন্য অবদান রাখবে।’ প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব শান্তি ও উন্নয়নের জন্য আমাদের একসঙ্গে এগিয়ে যেতে হবে।
মোদী বলেন, অতীতে দেখা গিয়েছে মানবিকতা ও সহযোগিতার পরিবর্তে দ্বন্দ্বের পথ অবলম্বন করা হয়েছে। সাম্রাজ্যবাদ থেকে শুরু করে বিশ্বযুদ্ধ ছিল তারই পরিণতি।অস্ত্রের দৌড় থেকে শুরু করে মহাকাশ দৌড় সবকিছুতেই যুদ্ধের মনোভাব লক্ষ্য করা যায়। এই পথ পরিহার করে একসঙ্গে এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, মানবাতাবাদের উপরেই আমাদের সকলকে ভরসা রাখতে হবে। আমাদের অস্তিত্ব বজায় রাখার জন্য প্রকৃতির সঙ্গে সহবস্থান করে চলতে হবে। আগামী প্রজন্মের জন্য বিশ্বকে তৈরি করে রেখে যেতে হবে বলেও তিনি মন্তব্য করেন। আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের দিকেও গুরুত্ব দিতে হবে। আর সেই কারণেই তরুণ প্রজন্মকে আলোচনা ও বিতর্কের জন্য উৎসাহিত করতে হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.