এয়ার ইন্ডিয়ার ৭০,০০০কোটি টাকার কেলেঙ্কারিতেও নাম জড়িয়েছে চিদম্বরমের

৭০,০০০কোটি টাকার এয়ার ইন্ডিয়া কেলেঙ্কারিতেও প্রাক্তন অর্থমন্ত্রী চিদম্বরমের নাম জড়িয়েছে। আর সেজন়্য তাকে ডেকেও পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বিমান ক্রয় সংক্রান্ত এই কেলেঙ্কারিতে টাকা নয়ছয়ের অভিযোগে তাঁকে জেরা করতে চায় ইডি।গত সোমবার ইডি সূত্রে তেমনটাই জানিয়ে বলা হয়েছিল, আগামী ২৩ তারিখ তাঁকে জেরার জন্য ডাকা হবে।আর ওইদিন তিনি তদন্তকারী অফিসারদের কাছে তিনি বয়ান রেকর্ড করা হবে।

ইডি-র এমন সমন জারির কারণ কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ আমলে অর্থমন্ত্রী পি চিদম্বরমের বিরুদ্ধে অভিযোগ তিনি সেই সময় এয়ার ইন্ডিয়ার ১১১টি এয়ারক্রাফ্ট কেনার সময় টাকা নয় ছয় করেছেন৷ কারণ এই লেনদেনের ক্ষেত্রে সেই সময়কার অর্থমন্ত্রকের একটা দায়িত্ব থেকে যায়৷ বিশেষত সরকারি তহবিল থেকে ব্যয়ের বিষয়ে। ওই লেনদেনটি হয়েছে এক দশকেরএ বেশি সময় আগে৷যারফলে ক্রমবর্ধমান ক্ষতির সঙ্গে সংগ্রামরত রাষ্ট্রায়ত্ত সংস্থাটিকে প্রায় করুণ অবস্থায় পড়তে হয়েছে।

জানা গিয়েছে ইডি, চিদম্বরমকে জেরা করতে চায় সেই সব বিষয় নিয়েও যাতে এয়ার ইন্ডিয়ায় অভিযোগ রয়েছে বহু কোটি টাকার বিমান কেলেঙ্কারীর পাশাপাশি আন্তর্জাতিক বিমান সংস্থাগুলির জন্য বিমান স্লট নির্ধারণে অনিয়মের কারণে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার ক্ষতিগ্রস্থ হওয়ার দিকটা।

২০১১ সালে কম্পট্রোলার অফ অডিটর জেনারেল (সিএজি)প্রশ্ন করেছিল ২০০৬ সালে বিমান কেনার বিষয়ে সরকারের এই ব্যয়ের সিদ্ধান্তের পিছনে যুক্তি কি ছিল?

ইতিমধ্যেই ইডি তৎকালীন বিমান পরিবহণমন্ত্রী প্রফুল্ল প্যাটেলকে জেরা করেছে৷ আর তাঁকে জেরা করার পর ইডি মনে করছে চিদম্বরকেও জেরা করা প্রয়োজন বলে সূ্ত্রের খবর৷

তখন এই লেনেদেনের বিষয়টি দেখার জন্য ক্ষমতা দেওয়া হয়েছিল যে্ মন্ত্রিগোষ্ঠীকে তার মাথায় ছিলেন চিদম্বরম৷তাই তদন্তকারী সংস্থার মনে হয়েছে তাঁকে প্রশ্ন করে এই বিষয়ে অনেক তথ্য বেরিয়ে আসবে৷

এছাড়াও চিদম্বরমের বিরুদ্ধে আরও দুটি ক্ষেত্রে টাকা নয় ছয় করার ব্যাপারে ই়ডি তদন্ত করছে৷ সেদুটি হল এয়ারসেল ম্যাক্সিস ডিল এবং আইএনএক্স ঘুষ কাণ্ড৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.