আধুনিক কলকাতার একচ্ছত্র বাদশা, শাহেনশাহ, রাজাধিরাজ বা আধুনিক কলকাতার সর্বশেষ রূপকার (প্রথমটা অবশ্যই বঙ্গেশ্বর) বা কলকাতার মানুষের ত্রাতা এবং ভরসার শেষ কথা, আমাদের সকলের প্রিয় জননেতা ববিদা কে কালকে রিপাবলিক টিভির একজন সাংবাদিক ভূয়ো ভ্যাকসিন কাণ্ডে ধৃত মূল পান্ডা দেবাঞ্জন এর সাথে ববিদার যোগাযোগ নিয়ে নিয়ে প্রশ্ন করায় তিনি কি রেগে গেলেন। উত্তক্ত হয়ে তিনি বিজয় মালিয়া, নীরব মোদী বা আরো কত অভিযুক্তদের নাম করে বললেন তাদের সাথে তো নরেন্দ্র মোদির ছবি রয়েছে। কিন্তু ভুল করেও মুখ ফস্কে সারদাকাণ্ডের সুদীপ্ত সেনের সাথে কারো ছবি নিয়ে উনি একটি কথাও বললেন না – মিথ্যা কথা বলায় কি অসম্ভব পেশাগত দক্ষতা, মাঝে মাঝে মনে হয় এরা প্রত্যেকে বঙ্গেশ্বরের কোচিং সেন্টারে ট্রেনিং নিয়েছিল।
যাইহোক ববিদার অন্ধ ভক্তদের উদ্দেশ্যে শুধুমাত্র বলে রাখি- বিজয় মালিয়া, নীরব মোদীদের মত যারা টাকা ঝেড়ে বিদেশে পালিয়েছিল তাদের ঘাড় ধরে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে, আগের সপ্তাহে ৯ হাজার কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংক গুলিকে ফেরত দেওয়া হয়েছে এবং আইনের যে ত্রুটির ফলে তারা টাকার ঝেড়ে পালাতে পেরেছিল সেটি চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য মোদি বাবুর শাসনকালেই IBC2016 চালু করা হয়েছে।
রুদ্র প্রসাদ