হালকা বৃষ্টিতে ভিজল রাজধানী, স্বস্তিতে দিল্লিবাসী

আচমকা আবহাওয়ার পরিবর্তনের সাক্ষী থাকল রাজধানী দিল্লি ও সংলগ্ন অঞ্চল। যদিও, আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস আগে থেকেই দিয়েছিল ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। শুক্রবার সকালে বৃষ্টিতে ভিজল দিল্লি-এনসিআর। হালকা বৃষ্টিতে খানিকটা হলেও স্বস্তি পেলেন দিল্লিবাসী। শুক্রবার সকাল থেকেই মেঘে ঢাকা ছিল দিল্লি-এনসিআর ও সংলগ্ন অঞ্চলের আকাশ। দ্রুত পরিবর্তন হয় আবহাওয়ার, সকালেই হালকা বৃষ্টি হয় দিল্লির সর্বত্র। বৃষ্টির পাশাপাশি হালকা হাওয়াও (৩০-৪০ কিলোমিটার প্রতি ঘন্টা) বয়েছে।
আবহবিদরা জানিয়েছেন, শুক্রবার সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৮.৩০ মিনিট নাগাদ আর্দ্রতা ছিল ৭০ শতাংশ। এদিন সকালের দিকে হালকা বৃষ্টি হয়েছে দিল্লি-এনসিআর অঞ্চলে। তবে, বৃষ্টির জন্য দিল্লির আবহাওয়ায় বিশেষ কোনও পরিবর্তন হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.