ঘন কুয়াশায় আচ্ছন্ন দিল্লি-সহ উত্তর ভারত, ট্রেন চলাচলে বিঘ্ন

কনকনে ঠান্ডায় কাঁপছে দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্য। কোথাও কোথাও চলছে শৈত্যপ্রবাহ। শীতের সঙ্গে সঙ্গী ঘন কুয়াশাও। ফলে সোমবারও ঘন কুয়াশার কারণে চরম ভোগান্তিতে পড়তে হল দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার-প্রভৃতি রাজ্যের মানুষজনকে। ঘন কুয়াশার কারণে উত্তর ভারতজুড়ে বিঘ্নিত হয়েছে ট্রেন চলাচল। উত্তর রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, কুয়াশার কারণে দৃশ্যমানতার অভাবে ১৮ জানুয়ারি (সোমবার) দেরিতে গন্তব্যে পৌঁছেছে ২৬টি ট্রেন।
গত কয়েকদিনের মতো সোমবার সকালেও কুয়াশার চাদরে ঢাকা ছিল রাজধানী দিল্লি। সিংঘু সীমান্ত, কাশ্মীরি গেট, মঞ্জু কা টিল্লা প্রভৃতি এলাকা ছিল কুয়াশার চাদরে ঢাকা। সোমবার সকাল ৮.৩০ মিনিট নাগাদ দিল্লির সফদরজংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস এবং পালমে ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, দিল্লি ছাড়াও এদিন সকাল ৫.৩০ মিনিট পর্যন্ত ঘন কুয়াশার আস্তরণ ছিল পঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়, উত্তর প্রদেশ, উত্তর-পশ্চিম রাজস্থান, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ, বিহার, অসম এবং মেঘালয়ে।  আইএমডি আরও জানিয়েছে, সকাল ৫.৩০ মিনিট পর্যন্ত চন্ডীগড়, বরেলি এবং গোরক্ষপুরে দৃশ্যমানতা ছিল ২৫ মিটার, অমৃতসর, আম্বালা, গঙ্গানগর, গোয়ালিয়র, বাহরাইচ, পাটনা, গয়া, ভাগলপুর, পূর্ণিয়া, গুয়াহাটি, তেজপুর, আগরতলা এবং শিলচরে ৫০ মিটার, পাতিয়ালা, হিসার, আগ্রা ও লখনউতে ২০০ মিটার এবং দিল্লি-সফদরজং ও পালমে ৫০০ মিটার। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.