Coronavirus: ‘এই’ ১৯ টি জেলায় গত দশদিনে ব্যাপক হারে ছড়িয়েছে সংক্রমণ

করোনা ভাইরাস (Coronavirus) ফের একবার দাপট দেখাচ্ছে৷ একাধিক রাজ্যে ফের হুড়মুড়িয়ে বাড়ছে সংক্রমণ৷ তবে ১৯ টি জেলায় গত দশদিনে করোনা সংক্রমণের সবচেয়ে বেশি সংখ্যা সামনে এসেছে৷ এরমধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রের ১৫ টি জেলা রয়েছে৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এই খবর দিয়েছে৷

মিডিয়া রিপোর্ট অনুযায়ি মহারাষ্ট্রে করোনা ভাইরাসের দ্বিতীয় দফার দাপট শুরু হয়েছে৷ এই বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চিঠিও লিখেছেন৷ রাজ্যে র খারাপ পরিস্থিতি খতিয়ে দেখতে গত সপ্তাহে সেখানে কেন্দ্র থেকে দল গিয়েছিল৷ এই দলের থেকে প্রাপ্ত খবরের ভিত্তিতেই স্বাস্থ্যসচিব চিঠি লেখেন৷ রাজ্যের অব্যবস্থা ও হঠকারিতাকে দোষ দেওয়া হয়৷ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের (Coronavirus Second Wave) শুরু হয়েছে বলে জানাচ্ছে স্বাস্থ্যমন্ত্রক৷ এরমধ্যে সবচেয়ে বেশি প্রভাব রয়েছে পুণেতে৷

সরকারি পরিসংখ্যান অনুযায়ি পুণে, নাগপুর, মুম্বইতে গত ১০ দিনে রোজ ১০০০ -র বেশি মামলা সামনে এসেছে৷ কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব জানিয়েছেন নতুন ঢেউ আসছে বুঝতে পারার পরেও ট্র্যাক টেস্ট, আইসোলেট এবং কোয়ারেন্টাইন করার জন্য যা করার দরকার তার সীমিত প্রয়াস করেছে৷ শহর ও গ্রাম সচেতনতা কোথাও দেখা যায়নি৷

শুরু থেকেই মহারাষ্ট্রে করোনা ভাইরাস মহামারি দেশের সর্বাধিক প্রভাবিত রাজ্য ছিল৷ এরপরে কেবল কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু রয়েছে৷ সবচেয়ে বেশি প্রভাবিত জেলার মধ্যে তিনটি খালি মহারাষ্ট্রের বাইরে৷ এরমধ্যে কর্ণাটকের বেঙ্গালুর, মধ্যপ্রদেশের ইন্দোর ও তামিলনাড়ুর চেন্নাই রয়েছে৷ গত দশদিনে এই ১৯ জেলায় সবচেয়ে বেশি মামলা সামনে এসেছে৷

পুণে-২৬,২১৮নাগপুর-২০,১০৪মুম্বই- ১১,৮৫৯থানে-১০,৯১৪নাসিক-৯,০২৪ঔরঙ্গাবাদ-৬,৬৫২জলগাঁও-৬৫৯৮ইন্দোর- ৫,২৩৮বেঙ্গালুরু- ৫,০৪৭অমরাবতী-৪২৫০অহমদগর- ৩,৯৬২চেন্নাই-৩,৮১১মুম্বই উপনগরীয়- ৩,৩৫৫যবতমাল- ৩,৩২৬অকোলা-৩,২৯৯বুলঢানা-৩,১৮৫নাংদেড়- ৩,১৪৬বর্ধা-২,৪৩১জালংধর- ২,৪২৪

দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৪ লক্ষ ৩৮ হাজার ৪৬৪ হয়ে গেছে৷ ১ লক্ষ ৫৯ হাজার ০৭৯ জন আক্রান্ত মারা গেছেন৷ এই মুহূর্তে অ্যাক্টিভ কেসের সংখ্যা ২লক্ষ ৩১ হাজার ৩৩৫৷  মহারাষ্ট্রের করোনা ভাইরাস সংক্রমিতের সংখ্যা ২৩ লক্ষ ৪৭ হাজার ৩২৮৷ রাজ্যে মোট অ্যাক্টিভ কেস ১ লক্ষ ৩৮ হাজার ৮১৩৷  এই পরিসংখ্যান www.covid19india.org থেকে পাওয়া গেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.