৯ বছর পর আবার এশিয়ান গেমস পুরুষদের হকি ইভেন্টে সোনা এল ভারতের ঘরে।
হ্যাংঝাও এশিয়ান গেমসের পুরুষদের হকির ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন জাপানের বিরুদ্ধে ৫-১ ব্যবধানে জিতে চতুর্থ বারের মতো এশিয়ান গেমসের পুরুষদের হকির সোনা দখলে নিল ভারতীয় দল।
হ্যাংঝাও এর গোংশু ক্যানাল স্পোর্টস পার্ক স্টেডিয়ামে প্রথম কোয়ার্টার গোলশূন্য থাকলেও, দ্বিতীয় কোয়ার্টারের ১০ মিনিটে দারুন রিভার্স ফ্লিকে গোল করেন মনপ্রীত সিং। তৃতীয় কোয়ার্টারের ২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে লীড দ্বিগুণ করেন অধিনায়ক হরমনপ্রীত সিং। চার মিনিট পর আবার পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতীয় দলকে ৩-০ এগিয়ে দেন অমিত রুহিদাস। চতুর্থ কোয়ার্টারের ৩ মিনিটে ৪-০ করেন অভিষেক। এই কোয়ার্টারের ৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যাবধান কমান জাপানের সেরেন তানাকা। খেলা শেষের এক মিনিট আগে আবার পেনাল্টি কর্নার থেকে গোল করেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত সিং।
এই সোনা জেতার সাথে সাথেই আগামী বছরের প্যারিস অলিম্পিকে সরাসরি যোগ্যতা অর্জন করে নিল ভারতীয় ছেলেরা।
অভিনন্দন জানাই সোনা জয়ী ভারতীয় দলের সদস্যদের।
2023-10-06