বলিউডের অন্যতম গীতিকার জাভেদ আখতারের সংস্থার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠল। মামলা রুজু হয়েছে কলকাতা হাই কোর্টে। গণেশ মালিক নামে এক ব্যক্তি মামলা করে দাবি করেছেন, জাভেদ আখতারের সংস্থা আই.পি.আর.এস জাভেদ আখতারের গানের কপিরাইটের নাম করে বিভিন্ন সঙ্গীতশিল্পীর কাছ থেকে টাকা আদায় করছে।
অভিযোগকারীর দাবি, গোটা দেশ জুড়ে বেআইনি ব্যবসা চালাচ্ছে আই.পি.আর.এস সংস্থা। যে সমস্ত শিল্পী জাভেদ আখতারের লেখা লিরিকের কোনও গান গাইছেন, গানের কপিরাইটের দাবিতে তাঁদের কাছে পৌঁছে যাচ্ছে সংস্থাটি। ইডি যেন ঘটনাটির তদন্ত করে, আদালতে এই আবেদনও করেছেন তিনি। আগামী সপ্তাহে এই মামলার শুনানি।
এর আগেও তাঁর বিরুদ্ধে এমনই তোলাবাজির অভিযোগ এনেছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। বাড়িতে ডেকে হুমকি দেওয়ার অভিযোগও এনেছিলেন নায়িকা। সেবার অবশ্য পাল্টা কঙ্গনার বিরুদ্ধেই মানহানির মামলা দায়ের করেছিলেন জাভেদ আখতার। তবে সেই মামলায় হাজিরাই দেননি কঙ্গনা।