একেই অসময়ের বৃষ্টি, তার উপর আবার শিলাবৃষ্টি! ঠাণ্ডার কাঁপুনি অনেকটাই বাড়ল রাজধানী দিল্লিতে। দিল্লির পাশাপাশি কাঁপছে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যও। বুধবার সকালে শিলাবৃষ্টির প্রবল শব্দেই ঘুম ভেঙেছে দিল্লিবাসীর, শিলাবৃষ্টি হয়েছে হরিয়ানার গুরুগ্রামেও। এদিন সকালে দক্ষিণ দিল্লি, মধ্য দিল্লি-সর্বত্রই বৃষ্টি হয়েছে, দক্ষিণ দিল্লিতে সকাল ৭.৩০ মিনিট নাগাদ আবার শিলাবৃষ্টি হয়। বৃষ্টির মধ্যেই এদিন সকালে আবার অন্ধকারাচ্ছন্ন ছিল রাজধানীর আকাশ। এই নিয়ে টানা ৪ দিন ধরে বৃষ্টি চলছে রাজধানীতে।
আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার সকাল ৭টা নাগাদ হালকা বৃষ্টিপাত শুরু হয় দিল্লিতে। সেই সঙ্গে বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টিও দেখা দেয়। মেঘলা আবহাওয়ায় রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত সফদরজংয়ে ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পালামে ৪.২ মিলিমিটার, লোধি রোডে ১০.৪ মিলিমিটার, আয়ানগরে ৮.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টির সৌজন্যে ঠাণ্ডা বেড়েছে দিল্লিতে, দিল্লির মতোই প্রবল শীতে কাঁপছে গোটা উত্তর ভারত। পঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং উত্তর প্রদেশ প্রবল শীতে জবুথবু। লাগাতার তুষারপাত হচ্ছে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে।
2021-01-06