বিজেপির প্রকাশিত ১৮৪টি লোকসভা আসনে কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছেন দেখে নিন

 অবশেষে দেশের সপ্তদশ লোকসভা নির্বাচনে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। কার্যত চমকহীন প্রার্থী তালিকা মোদী-অমিত শাহদের। তবে বিজেপির এবারেও প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর আসন নিয়ে বহু জল্পনা তৈরি হয়েছিল। শোনা যাচ্ছিল সম্ভবত এবার পুরী থেকে নাকি প্রার্থী হচ্ছেন মোদী।

কিন্তু সেই সমস্ত জল্পনায় জল ঢেলে বিজেপির ঘোষণা, দেশের আর কোথাও নয়, ফের বারাণসি থেকেই প্রার্থী হচ্ছেন নরেন্দ্র মোদী। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের ১৮২টি লোকসভা আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। আর প্রথমেই ঘোষণা করা হয় মোদীর নাম। তাও বারাণসি কেন্দ্র থেকে।

অন্যদিকে গান্ধীনগর থেকে প্রার্থী হচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। লালকৃষ্ণ আদবানির জায়গায় তাঁকে প্রার্থী করা হচ্ছে। শুধু তাই নয়, আমেঠীতে স্মৃতি ইরানি, আসানসোলে বাবুল সুপ্রিয়কে দাঁড় করিয়েছে বিজেপি। এক নজরে দেখে নিন বিজেপির প্রথম তালিকায় প্রকাশিত হওয়া ১৮২টি লোকসভা আসনের কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.