Assembly Election 2021: ভোটের মুখে সরানো হল রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে, বেনজির সিদ্ধান্ত কমিশনের

ভোটের ঠিক নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের। সরানো হল রাজ্য পুলিশের ডিজিকে। রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে তড়িঘড়ি সরাল নির্বাচন কমিশন। রাজ্য পুলিশের নতুন ডিজি পি নীরজনয়ন। তাঁকে আগামিকাল সকাল ১০টার মধ্যে নতুন দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার এই মর্মে নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন। জানা গিয়েছে, ১৯৮৭ সালের ব্যাচের দক্ষ আইপিএস পি নীরজনয়ন। মাত্র ১০ দিনের মধ্যেই ADG এবং DGP বদলের সিদ্ধান্ত বেনজির বলে মত ওয়াকিবহাল মহলের।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোটের কোনও কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকতে পারবেন না ডিজি বীরেন্দ্র।এ দিকে, বর্তমানে রাজ্য পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (প্রশাসন) পদে রয়েছেন নীরজনয়ন পান্ডে। দীর্ঘদিন সিবিআই ও সিআইডিতে কাজ করেছেন তিনি। উল্লেখ্য, রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রর বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ ছিল বিরোধীদের।

প্রসঙ্গত, ভোটের দিন ঘোষণা হতেই রাজ্য পুলিশে রদবদল শুরু করেছিল কমিশন। কয়েকদিন আগে ADG আইনশৃঙ্খলা পদ থেকে জাভেদ শামিমকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। তাঁর জায়গায় ওই পদে আসেন দমকলের ডিজি জগমোহন। দমকলের DG হিসেবে দায়িত্ব দেওয়া হয় জাভেদ শামিমকে।

উল্লেখ্য, ঠিক ভোট ঘোষণার কয়েকদিন আগেই কলকাতার পুলিশ কমিশনার পদে বদল হয়। অনুজ শর্মাকে কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে তাঁর জায়গায় নিয়ে আসা হয় সৌমেন মিত্রকে। অনুজ শর্মাকে পাঠানো হয় এডিজি (CID) পদে। এ দিন ডিজিকে সরিয়ে দেওয়ার পরে সৌগত রায়ের মন্তব্য, “বিজেপি যা চাইছে, সেই মতোই কাজ করছে নির্বাচন কমিশন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.