সমগ্র ভারত জুড়ে কেবল মাত্র ছয়টি সম্প্রদায়কে সংখ্যালঘুর মর্যাদা দেওয়া হয়। সেই সম্প্রদায়গুলি হল মুসলিম, খ্রিষ্টান শিখ, পার্সির ও জৈন। তবে ভারতে সংখ্যালঘুদের থেকেও অনেক কম সংখ্যায় রয়েছে হিন্দুরা, বেশ কিছু রাজ্যে। সম্প্রতি, একটি সমীক্ষায় এমনই রিপোর্ট উঠে এল। জানা গেল, জম্মু-কাশ্মীর ছাড়াও বেশ কিছু রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে কম সংখ্যায় রয়েছে হিন্দুরা।
সম্প্রতি, বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায় একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। জানা গেছে, এই সমস্ত সংখ্যালঘু হিন্দুরা শিক্ষাক্ষেত্রে ও অন্যান্য জায়গায় কোন ধরনের সুযোগ-সুবিধা পান না। জানা গিয়েছে, মেঘালয়ে মোট জনসংখ্যার মধ্যে হিন্দুরা রয়েছেন মাত্র ১১.৫২ শতাংশ। লাদাখে মোট জনসংখ্যার মধ্যে থেকে হিন্দুরা রয়েছেন মাত্র এক শতাংশ। ওদিকে, জম্মু-কাশ্মীরে হিন্দুরা রয়েছেন ৮.৮৪ শতাংশ। নাগাল্যান্ডে রয়েছেন ৮.৭৪ শতাংশ। মিজোরামে রয়েছেন ২.৭৫ শতাংশ।
লাক্ষাদ্বীপে মোট জনসংখ্যা মধ্যে থেকে হিন্দুরা রয়েছেন মাত্র ২.৭৭ শতাংশ। মণিপুরে হিন্দুরা রয়েছেন ৪১ শতাংশ। ওদিকে, অরুণাচলপ্রদেশে মোট জনসংখ্যার মধ্যে থেকে হিন্দুরা রয়েছেন ২৯ শতাংশ। বর্তমানে পাঞ্জাবে হিন্দুদের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ শতাংশ।
2022-03-29