হিজাব বিতর্কের পর আরেক বিতর্কে জড়াল কর্ণাটক। শান্তি যেন কর্ণাটকে পা দিতে চাইছে না। সম্প্রতি কর্ণাটকের নাম আবারও বিতর্কে জড়াল পাকিস্তানের প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে। এক মুসলিম মহিলা পাকিস্তানের প্রজাতন্ত্র দিবস উদযাপনের বার্তা দেওয়ার কারণে এই বিতর্কের সূত্রপাত।
ঘটনাটি ঘটেছে কর্ণাটকের মুধল শহরে। এই শহরেই এক মুসলিম ছাত্রী কুথমা শেখের বসবাস। ছাত্রীটি সম্প্রতি পাকিস্তানের প্রজাতন্ত্র দিবস সম্পর্কিত একটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেয়। এই স্ট্যাটাসটিকে প্রমাণস্বরূপ নিয়ে মুধলের স্থানীয় থানায় হাজির হয় ভজনত্রি নামক এক ব্যক্তি। জানা গেছে, এই ব্যক্তি মুসলিম ছাত্রীটির পরিচিত। তাঁর অভিযোগের ভিত্তিতেই কুথমাকে গ্রেফতার করে মুধল থানা।
২৫ বছর বয়সী কুথমা শেখ হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে পাকিস্তানের প্রজাতন্ত্র দিবসের উদযাপন উপলক্ষে একটি ছবি শেয়ার করে। সেই ছবিটির নিচে লেখা ছিল, “আল্লাহ, প্রতিটি দেশে শান্তি, সম্প্রীতি ও ঐক্য প্রদান করুন…”। এই পোস্টটি মুধল থানায় ভজনত্রি নামক ব্যক্তি প্রমাণস্বরূপ জমা দেওয়ার পরে স্থানীয় পুলিশ তাঁকে গ্রেফতার করে। সূত্রের খবর অনুযায়ী, কুথমার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অধীনে দায়ের হয়েছে একাধিক মামলা।
2022-03-29