এতগুলো কাজ ও গুণের সবকটা একসাথে যাঁর মধ্যে দেখা গেছে, সেই লোকটাকে আজ জন্মদিনের অনেক শুভেচ্ছা।

• দেশে নিজস্ব করোনা ভ্যাক্সিন প্রোডাকশন
• দেশে করোনা ভ্যাক্সিন প্রদানের মেগা ড্রাইভ
• বিদেশে করোনা ভ্যাক্সিন ডিপ্লোম্যাসি ও ক্ষতিকর সাইড এফেক্ট যুক্ত ভ্যাক্সিনের ভারতের মার্কেটে আসা আটকে দেওয়া
• কয়েক কোটি প্রান্তিক ঘরে আধুনিক স্যানিটেশন ও পয়ঃপ্রণালী
• ইউক্রেন আফগানিস্তান ও সুদানে সিভিল ওয়ারে আটকে থাকা দেশবাসীকে ফিরিয়া আনানো
• আজাদ হিন্দ ফৌজের সেনাদের কর্তব্য পথে সম্মান জানানো
• বর্ডার ক্রস করে দুটি সার্জিক্যাল স্ট্রাইক
• একটি এয়ার স্ট্রাইক
• উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে আনা (ক্যাপ্টেন নচিকেতার সাথে কী হয়েছিল আমরা জানি)
• ইউপিআই এবং এনপিসিআই
• কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দিয়ে কাশ্মীরকে জাতীয় পতাকায় মুড়ে দেওয়া
• আন্তর্জাতিক সোলার এলায়েন্স বানানো
• ইসরোর বার্ষিক বাজেট ডবলের বেশি করে দেওয়া ও ইসরোকে একটি লাভজনক ও বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে ব্র্যান্ডিং করানো
• জন ধন যোজনা ও ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার নিয়ে এসে মিডল ম্যান বা দালালদের অত্যাচার কমানো
• পাকিস্তানের ওপর থেকে “মোস্ট ফেভার্ড নেশন” স্ট্যাটাস সরিয়ে নেওয়া
• ইউক্রেন ইস্যুতে কোনো পক্ষ না নিয়ে রাশিয়া ও আমেরিকা দুজনকেই হাতে রেখে শুধু নিজেদের সুবিধে বুঝে নেওয়া
• রাম মন্দির তৈরিকে ব্যাকিং করা
• নতুন এইমস
• নতুন আইআইটি
• নতুন আইআইএম
• নেতাজির মূর্তি কর্তব্য পথে বসানো
• নতুন আইআইআইটি
• G20 এর মঞ্চকে কাজে লাগিয়ে বিশ্বকে দেশের পুরনো গৌরব মনে করিয়ে দেওয়া
• পাকিস্তানের জেলে আটকে থাকা কুলভূষণের ফাঁসি আটকে দেওয়া (সর্বজিতের সাথে কী হয়েছিল আমরা জানি)
• ভারতীয় সেনার এখনো অব্দি সর্বাপেক্ষা বড় আধুনিকীকরণ
• রাজস্থান সংলগ্ন এলাকায় বর্ডারের সেনা জওয়ানদের জন্যে এয়ার কন্ডিশনড আউট পোস্ট বানানো
• কাশি বিশ্বনাথ ও উজ্জয়নী মহাকাল করিডোর নির্মাণ
• যোগ ব্যায়ামকে বিশ্বে ব্র্যান্ডিং করানো ও যোগ দিবস পালন করা
• দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আঞ্চলিক কৃতী ও বীরদের কথা আলোচনা করে তাঁদের কাজ ও জীবনীকে দেশে আবার প্রাসঙ্গিক করে তোলা
• পিএম কেয়ার্স থেকে করোনায় বাবামাকে হারানো বাচ্চাদের জন্যে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা
• বিভিন্ন মন্ত্রকের ও রেলে অভিযোগের জন্যে ডেডিকেটেড গ্রিভেন্স পোর্টাল তৈরি করা
• গ্রাম গ্রামান্তরে অব্দি NIA আর IB এর নেটওয়ার্ক প্রতিষ্ঠিত করা
• PFI এর মত জ ঙ্গি সংগঠনকে ব্যান করা
• জাকির নায়েককে ভারত ছাড়া করা
• দেশজুড়ে ১০ জনের বেশি সিভিলিয়ানের প্রাণ নিতে পরে এরকম নাশকতার সংখ্যা রাতারাতি ০ করে দেওয়া (আগে প্রতি বছরে একটা দুটো কনফার্ম থাকতো)
• রাশিয়া ইউক্রেন ইস্যুর কারণে বিশ্বজুড়ে মন্দার সময়েও দেশের একটা স্টেডি গ্রোথ রাখা
• সুযোগ পেলেই “স্ট্র্যাটেজিক অয়েল রিজার্ভ” বাড়াতে থাকা
• ডোকলাম গলওয়ান তাওয়াং, কোথাও চীনকে এক ইঞ্চি জমি না ছাড়া
• আন্দামান নিকোবরকে শিপিং ও স্ট্র্যাটেজিক হাব বানানো
• দাবার ঘুঁটির মত করে প্রতিটা চীনা স্ট্র্যাটেজিক পোর্টের সামনে একটা করে ভারতীয় স্ট্র্যাটেজিক পোর্ট বানানো
• ছিটমহল সমস্যাকে প্রায় পুরোটাই স্থায়ী সমাধানে আনা
• নর্থ ইস্টকে রেল ও বিমান ব্যবস্থার মাধ্যমে দেশের সাথে সরাসরি যোগ করানো
• বহু বছর পরে দেশে স্টেবল কেন্দ্র সরকার বানানো ও পরিচালনা করা
• ইউরোপকে ও বামপন্থীদের বুঝিয়ে দেওয়া যে তাদের এপ্রুভালের ওপরে ভরসা করে ভারত বা দুনিয়া চলে না (অকাদ দেখানো)
• স্পেকট্রাম স্বচ্ছ ভাবে বিতরণ করে ও বৈদেশিক কোম্পানির মনোপলি কমিয়ে দেশে হাই স্পিড ইন্টারনেট সস্তা করা
• ক্রান্তীয় অঞ্চলে অবস্থা করায় দেশের প্রতিটা কোণাকে সৌর শক্তিতে মুড়ে দেওয়ার উদ্যোগ শুরু করা
• ন্যাশনাল ওয়াটারওয়ে গুলোকে পণ্য পরিবহনে কাজে লাগানো
• বিশ্বের কাছে সোশ্যালিস্ট লেবার ক্লাস ট্যাগ পাওয়া দেশকে ধীরে ধীরে ক্যাপিটালিস্ট মালিক ক্লাস দেশে নিয়ে যাওয়া (ঠিক যে কারণে আগামী আরো কয়েক বছর মিডল ক্লাস মানুষদের সমস্যা হবে)
• ইজরায়েলের সাথে সম্পর্ক মজবুত করা
• পাকিস্তান – তুর্কি – আজারবাইজানের নেক্সাস সরাতে ইরান সৌদি ইজরায়েল সবাইকে একসাথে নিয়ে চলা
• দেশের প্রান্তিক মানুষগুলোকে পাকা ঘর বানিয়ে দেওয়া
• প্রায় প্রতিটা রাজ্যে ছোট মাপের একাধিক বিমান বন্দর তৈরি ও কাজ শুরু করা
• অক্রিকেটীয় খেলোয়াড়দের জন্যে খেলো ইন্ডিয়া ও টপস স্কিম আনা
• মুঘলাই ও সুলতানী জায়গাগুলোর নামের ঘর ওয়াপসী
• সংখ্যালঘু শ্রেণীর সব মানুষের জন্যে সর্বাধিক সরকারি সাহায্য নিয়ে আসা
• ডিফেন্স সহ সবরকম সেক্টরেই কম বেশি মেক ইন ইন্ডিয়া ও মেড ইন ইন্ডিয়া শুরু করা
• তিন রকম মুদ্রা লোনের মাধ্যমে ছোট ব্যবসাকে সাহায্য করা
• হেলিওপোলিস সৌধে গিয়ে ভারতীয় সৈন্যদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো
• নগণ্য টাকার বিনিময়ে কোটি কোটি ভারতীয়কে বিমার সুবিধে দেওয়া
• প্রতিটা দীপাবলি দেশের কোথাও না কোথাও জওয়ানদের সাথে ক্যাম্পে কাটানো
• ঘরে ঘরে ট্যাপের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়া
• কয়েক লক্ষ কিলোমিটার গ্রাম সড়ক বানানো
• পঁচাত্তর হাজার কিলোমিটারের বেশি ন্যাশনাল হাইওয়ে বানানো ও সম্প্রসারণ
• পণ্য পরিবহনে ডেডিকেটেড ফ্রেট করিডোর তৈরি করা
• নর্থ ইস্টকে গাঁজা, নেশা ও জ ঙ্গি মুক্ত করতে অভাবনীয় সাফল্য পাওয়া (সমগ্র নর্থ ইস্টের সামগ্রিক পরিস্থিতির ব্যাপারে বললাম)
• কোনো অন্য ধর্মীয় লোকজনের সাথে বা ধর্মীয় স্থলে সাক্ষাতে গিয়েও সেই ধর্ম অনুযায়ী সেজে নিজেকে “ময়ূরপুচ্ছ শোভিত কাক” না বানানো
• চীনের সস্তা প্লাস্টিক খেলনার ইমপোর্টে কড়াকড়ি বসিয়ে ভারতকে চীনের প্লাস্টিকের “ডাম্পিং গ্রাউন্ড” বা আস্তাকুঁড়ে হওয়া থেকে বাঁচানো
• দেশে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে প্রিমিয়াম ট্রেনগুলোর ব্র্যান্ডিং করা
• My Gov টাইপের প্ল্যাটফর্ম বানিয়ে তাতে সরকারি কাজে সাধারণ লোকজনের মতামত ও আইডিয়া শেয়ারের সুযোগ বানানো
• বাচ্চারা কী গেম খেলতে ভালোবাসছে সেটার অব্দি খবর রাখা
• (অজ্ঞাতভাবে ভারতের বাইরে বসে থাকা একের পর এক জঙ্গিকে হু….. না মানে ইয়ে, কিছু না, থাক)

ভারতে এর আগে মোট চোদ্দজন প্রধানমন্ত্রী হয়েছেন।
ওপরে বলা সত্তরটি (+১) কাজ এবং গুণগুলোর কিছু কিছু গুন কম বেশি তাঁদের সবার মধ্যে দেখা গেছে।
এত এত কাজগুলো তাঁদের মধ্যে অনেকেই করতে পারতেন, কিন্তু করেননি। উদ্যোগ নিয়ে এগিয়েও অনেকে অনেক সময় দেশীয় ও বৈদেশিক নানা শক্তির চাপে পরে সরেও এসেছেন।

কিন্তু এতগুলো কাজ ও গুণের সবকটা একসাথে যাঁর মধ্যে দেখা গেছে, সেই লোকটাকে আজ জন্মদিনের অনেক শুভেচ্ছা।

যে সন্তানের কাছে নিজের মা এবং স্বামী বিবেকানন্দ দুজনেই সমান মর্যাদায় পুজো পান (প্রথম ছবিতে ঘরের ওপরের কোনায়), যে সন্তানের কাছে নেতাজি, সর্দার প্যাটেল ও শ্যামাপ্রসাদ মুখার্জি তিনজনই অন্তর থেকে শ্রদ্ধার, মূল্যবোধের শিক্ষার শিক্ষিত সেই সন্তান তো এরকমই হবে।

Happy Birthday to the
“Liberator and Architect of Modern India”

Narendra Modi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.